Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাজেট বয়কটে ‘জোট’

২০১৭-১৮ সালের জন্য ৫২৬ কোটি টাকার বাজেট পেশ করল জলপাইগুড়ি পুরসভা৷ মাঝ পথেই বাজেট বৈঠক বয়কট করেন বাম কাউন্সিলররা। তৃণমূলের সঙ্গে কংগ্রেসও বামেদের এই ভূমিকার সমালোচনা করেছে।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০১:৫৩
Share: Save:

২০১৭-১৮ সালের জন্য ৫২৬ কোটি টাকার বাজেট পেশ করল জলপাইগুড়ি পুরসভা৷ মাঝ পথেই বাজেট বৈঠক বয়কট করেন বাম কাউন্সিলররা। তৃণমূলের সঙ্গে কংগ্রেসও বামেদের এই ভূমিকার সমালোচনা করেছে।

এ দিন বাজেট পেশ হতেই বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় পুরকর্তাদের৷ সিপিএম কাউন্সিলার প্রমোদ মণ্ডল বলেন, ‘‘গত বারের বাজেট আর এই বাজেটের কোনও পার্থক্য নেই৷ নতুন কোনও প্রকল্প নেই৷ রাজ্য সরকারে ঘোষণা করা একগুচ্ছ প্রকল্প পুরসভার বাজেটে জায়গা পেয়েছে৷ বাজেট নিয়ে মিউনিসিপালিটি চেয়ারম্যান ইন কাউন্সিলের বৈঠকে ভাইস চেয়ারপার্সন ও একজন চেয়ারম্যান ইন কাউন্সিলের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ এরপরই বাজেট বৈঠক বয়কট করেন বাম কাউন্সিলাররা৷ বাইরে বেরিয়ে স্লোগান দিতে থাকেন তারা৷

বাজেটের সমালোচনা করেন কংগ্রেস কাউন্সিলাররাও৷ দলের কাউন্সিলার পিনাকী সেনগুপ্ত বলেন, ‘‘বাজেট দেখে মনে হচ্ছে চেয়ারম্যান মোহন বসু স্বপ্নের জগতে রয়েছেন৷’’ বামেদের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, বাজেটে নতুন কিছু নেই৷ গত বছর পেশ হওয়া বাজেটের অনেক কাজই সম্পন্ন না হওয়ায় বৈঠকেই পুর কর্তাদের সমালোচনা করেন তিনি৷

সেই সঙ্গেই পিনাকীবাবু বলেন, ‘‘তবে বৈঠক বয়কটের মতো কোনও পরিস্থিতি এ দিন তৈরি হয়নি৷ বাম কাউন্সিলারদের উচিত ছিল বৈঠকে থেকেই বক্তব্য পেশ করা৷’’ কংগ্রেসের অবস্থানে খুশি তৃণমূল৷ মোহনবাবু বলেন, ‘‘হতাশা থেকেই বামেরা এমনটা করছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Budget Boycott
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE