Advertisement
E-Paper

শক্তি যাচাই করতে সভা সিপিএমের

পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে জেলায় একক শক্তি যাচাই করে নিতে আজ শনিবার কোচবিহারে সভা করবে সিপিএম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০২:২১
প্রস্তুতি: কোচবিহারে ইয়েচুরির সভার প্রস্তুতি। —নিজস্ব চিত্র।

প্রস্তুতি: কোচবিহারে ইয়েচুরির সভার প্রস্তুতি। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে জেলায় একক শক্তি যাচাই করে নিতে আজ শনিবার কোচবিহারে সভা করবে সিপিএম। দলীয় সূত্রের খবর, রাসমেলা ময়দানে বিকেলে সভা হবে। এ জন্য প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। থাকবেন বিধানসভার সিপিএম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীও।

এই দু’সপ্তাহ ধরে সভার জন্য প্রচার চালানো হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের সভায় আনতে দু’শো যানবাহন ভাড়া নেওয়া হয়েছে। দিনহাটা ও তুফানগঞ্জ থেকে ট্রেনে সমর্থকদের নিয়ে আসার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তারপরেও অবশ্য মাঠ ভরানো নিয়ে চিন্তা পুরোপুরি কাটছে না। খারাপ আবহাওয়ার জেরে লক্ষ্যমাত্রা অনুযায়ী সমর্থকদের হাজির করানো নিয়ে ওই উদ্বেগ আরও বেড়েছে দলের অন্দরে।

সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মহানন্দ সাহা বলেন, “অন্তত ২০ হাজার লোক আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও সাধারণ সমর্থকরাও আসবেন। এখন চিন্তা শুধু খারাপ আবহাওয়া নিয়েই।”

গত কয়েকদিন থেকেই কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে বইছে দমকা হাওয়া। শুক্রবারও সকাল থেকে কোচবিহারে দফায় দফায় বৃষ্টি হয়েছে। দলের এক নেতার কথায়, ‘‘টানা বৃষ্টি চললে রাসমেলার মাঠে জল জমে যাওয়ার আশঙ্কা। তাই শনিবারের আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’’ মাঠ ভরান না গেলে জেলায় প্রধান বিরোধী হিসেবে বামেদের ইমেজ তুলে ধরার চেষ্টা ব্যাহত হবে বলে মনে করেছেন তাঁরা।

দলীয় সূত্রের খবর, কোচবিহারে গত বছর লোকসভার উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীর জামানত জব্দ হয়। বিজেপি বামেদের সরিয়ে দ্বিতীয় স্থান পায়। তারপর থেকেই একক কর্মসূচি নিয়ে সংগঠন চাঙ্গা করতে নানা উদ্যোগ নিচ্ছে বাম দলগুলি। পঞ্চায়েতের আগে আসন রফা নিয়ে দরাদরিতে নিজেদের গুরুত্ব ধরে রাখতে সিপিএম নেতৃত্বও সভায় ভিড় টেনে বার্তা দিতে চান।

CPM Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy