Advertisement
১৬ এপ্রিল ২০২৪
North Dinajpur

বিহার ভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে তোপ সেলিমের

বিহার ভোটে সব বামপন্থী দলগুলি একসঙ্গে লড়াই করে। মহাজোট হেরে গেলেও বামেরা ২৯ আসনে লড়ে ১৭টিতে জয় পেয়েছে। সেই মডেল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটেও ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

রায়গঞ্জে সেলিম। নিজস্ব চিত্র।

রায়গঞ্জে সেলিম। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৭:৪৬
Share: Save:

বিহারে ভোটের গণনায় কারচুপি করে এনডিএ-কে জিততে সাহায্য করেছে নির্বাচন কমিশন। এ বার এমন অভিযোগ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। রাজ্যে তৃণমূল এবং বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলেও বৃহস্পতিবার অভিযোগ করেন সেলিম।

এ দিন রায়গঞ্জে দলের এক কর্মসূচিতে যোগ দেন মহম্মদ সেলিম। জেলা পার্টি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তখনই নির্বাচন কমিশনকে আক্রমণ করেন রায়গঞ্জের প্রাক্তন সিপিএম সাংসদ। সেলিম বলেন, “পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে ভাবে কারচুপি করা হয়েছিল, সে ভাবেই বিহার ভোটের গণনাতেও গন্ডগোল করা হয়েছে। সে কারণেই গণনা শেষ হতে অনেক রাত হয়েছে। কিন্তু বাংলায় এই রাজনীতি চলবে না। বাংলার মানুষ বুঝিয়ে দেবে, তৃণমূল কংগ্রেস বা বিজেপি অপরাজেয় নয়।”

সেলিম রাজ্য এবং কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করে বলেন, “বাংলায় বিভাজনের রাজনীতি করা হচ্ছে। যাঁরা মানুষকে ভাগ করার চেষ্টা করছেন, তাঁরা এখানে সফল হতে পারবেন না। বামপন্থীরা ঐক্যবদ্ধ ভাবে এর বিরুদ্ধে লড়াই করবে।” সেলিমের দাবি, শুধু কংগ্রেস নয়, বিজেপি এবং তৃণমূল বিরোধী সব রাজনৈতিক দলকেই এই লড়াইয়ে আহ্বান জানানো হবে।

বিহার ভোটে সব বামপন্থী দলগুলি একসঙ্গে লড়াই করে। মহাজোট হেরে গেলেও বামেরা ২৯ আসনে লড়ে ১৭টিতে জয় পেয়েছে। সেই মডেল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটেও ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Dinajpur Md Selim CPM BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE