Advertisement
২১ মে ২০২৪

বক্সিরহাটে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম ১০

জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন জখম হয়েছেন। রবিবার বক্সিরহাট থানার ঝিঙাপুনি গ্রামের বোয়ালিমোহন এলাকার ঘটনা। আহত দুই মহিলা-সহ তিন জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংঘর্ষে জখম এক ব্যক্তির চিকিৎসা চলছে। —নিজস্ব চিত্র।

সংঘর্ষে জখম এক ব্যক্তির চিকিৎসা চলছে। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০২:৪৭
Share: Save:

জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন জখম হয়েছেন। রবিবার বক্সিরহাট থানার ঝিঙাপুনি গ্রামের বোয়ালিমোহন এলাকার ঘটনা। আহত দুই মহিলা-সহ তিন জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোলমালের সময় এক সিপিএম সমর্থকের বাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “ জমি নিয়ে গোলমালে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে অবস্থা সামলায়। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোয়ালিমোহন এলাকার বাসিন্দা সিপিএম সমর্থক বলে পরিচিত এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশী তৃণমূল সমর্থকের বেশ কিছু দিন ধরেই একটি জমির মালিকানা নিয়ে গোলমাল চলছিল। এদিন সকালে দু’পক্ষের ঘনিষ্ঠদের বাদানুবাদ থেকে উত্তেজনা ছড়ায়। এরপরেই দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সিপিএমের বক্সিরহাট জোনাল সম্পাদক ধনঞ্জয় রাভা বলেন, “পরিকল্পিত ভাবে জমি বিবাদকে ইস্যু করে আমাদের লোকদের ওপর তৃণমূল মদতপুষ্টরা হামলা চালায়। বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি পুলিশকে জানান হয়েছে।” সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি বলেন, “ওই ঘটনায় সব মিলিয়ে আমাদের অন্তত পাঁচ জন জখম হন। মহিলারাও রেহাই পাননি।” তৃণমূলের দাবি, জমি নিয়ে বিবাদের আক্রোশে এদিন তাদের দলীয় সমর্থকের উপরে সিপিএমের লোকেরা অতর্কিত হামলা চালায়। তৃণমূলের বক্সিরহাট ব্লক কার্যকরী সভাপতি স্বপন সাহা বলেন, “আমাদের পাঁচ জন জখম হয়েছেন। প্রথমে ধারালো অস্ত্র নিয়ে সিপিএমের লোকেরা হামলা চালায়। নজর ঘোরাতে পরে সিপিএমের লোকেরা নিজেরাই নিজেদের ঘরে আগুন ধরিয়েছে। তদন্ত হলে সব স্পষ্ট হয়ে যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Trinamool Baksirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE