বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে বেশ কয়েক লাখ টাকা এবং সোনার গয়না লুঠ করল সশস্ত্র দুষ্কৃতীরা। বুধবার মাঝ রাতে এই ঘটনা ঘটেছে মালদহের হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন ব্রাহ্মণপাড়া এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তিলাসন ব্রাহ্মণপাড়ার বাসিন্দা অমল পান্ডে নামে এক ব্যক্তির অভিযোগ, বুধবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। তাঁর বাড়ি থেকে নগদ ৯ লক্ষ টাকা এবং ১০ থেকে ১২ ভরি সোনার গয়নাও লুঠ করে দুষ্কৃতীদের ওই দলটি। অমলের দাবি, ‘‘দুষ্কৃতীরা হাতে ধারালো অস্ত্র নিয়ে এসেছিল। এক জনের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। ওরা বাড়িতে ঢুকে আস্তে আস্তে কথা বলছিল। আমার সর্বস্ব লুঠ করে নিয়ে গিয়েছে।’’
পরে গ্রামবাসীরা বৃদ্ধ দম্পতির চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় হবিবপুর থানাতেও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।