Advertisement
২৩ এপ্রিল ২০২৪

গোর্খা লিগের দাবি

সিবিআই তদন্তের উপর ভরসা রাখতে না পেরে দলের প্রাক্তন সভাপতি মদন তামাঙ্গের খুনের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলল গোর্খালিগ। বৃহস্পতিবার দার্জিলিঙের প্রয়াত নেতার পঞ্চম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান থেকেই ওই দাবি তুলেছেন দলের নেতারা। ওই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রতাপ খাতি।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:০০
Share: Save:

সিবিআই তদন্তের উপর ভরসা রাখতে না পেরে দলের প্রাক্তন সভাপতি মদন তামাঙ্গের খুনের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলল গোর্খালিগ। বৃহস্পতিবার দার্জিলিঙের প্রয়াত নেতার পঞ্চম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান থেকেই ওই দাবি তুলেছেন দলের নেতারা। ওই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রতাপ খাতি। ২০১০ সালের ২১ মে সকালে জনসভার প্রস্তুতির সময় দুষ্কৃতীদের হাতে খুন হন মদন তামাঙ্গ। প্রতাপ খাতি জানান, সু্প্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সব মিলিয়ে ২৮ জন গ্রেফতারও হয়। যাঁরা আজ সবাই জামিনে মুক্ত। মূল অভিযুক্ত নিকল তামাঙ্গের খোঁজ মেলেনি। তিনি বলেন, ‘‘২০১২ সালে প্রয়াত নেতার স্ত্রী সু্প্রিম কোর্টে সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে নতুন করে স্পেশাল তদন্তকারী দল গড়ারও আবেদন করেন। কিন্তু এখনও কিনারা হল না। তাই এই দাবি করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gorkha darjeeling CBI Nikal Tamang
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE