পাঁচ বছর আগের স্মৃতি উসকে রবিবার সন্ধ্যায় ফের কেঁপে উঠল শিলিগুড়ি। এ দিন রাত আটটা নাগাদ শিলিগুড়িতে কম্পট টের পাওয়া গিয়েছে। যদিও কম্পনের মাত্রা ছিল সামান্যই। রিখটার স্কেলে ৩.২। ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে বেশি। অনেকেই বহুতল ছেড়ে নেমে আসেন। কেউ বা ভূমিকম্প টের না পেলেও, লোকমুখে শুনে অনেক পরে বহুতল ছেড়ে নেমে আসেন। বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইট, মোবাইল অ্যাপসে দ্রুত ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে। তাতেই আতঙ্ক জাকিয়ে বসে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল ছিল শিলিগুড়ি লাগোয়া এলাকা। অনুভূত কম্পনের তীব্রতা বেশি ছিল না। পাঁচ বছর আগে এই দিনেই তীব্র কম্পন অনুভূত হয়েছিল সিকিম সহ গোটা রাজ্যে। রবিবার রাতের ভূমিকম্পের উৎসস্থল ছিল দার্জিলিং জেলার পাহাড়ের পাদদেশ এলাকায়। গভীরতা ছিল ১০ কিলোমিটার।