শিলিগুড়িতে ইদের নমাজ হবে হাসমিচকে। প্রতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নমাজ পড়ার আয়োজন হলেও, এবারে বৃষ্টির কারণে মাঠে জল জমে যাওয়ায় স্টেডিয়ামের পরিবর্তে হাসমিচককে বেছে নেওয়া হয়েছে। হাসমিচক থেকে উড়ালপুল এবং হিলকার্ট রোডের একাংশে নামাজের আয়োজন হবে বলে জানানো হয়েছে। সেই মতো পুলিশ মোতায়েনও করা হয়েছে। যানজট এড়াতে আজ সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ওই পথে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। যান চলাচলের জন্য পুলিশ প্রশাসন বিকল্প ব্যবস্থা করেছে। হাসমিচকের জামা মসজিদের ইমাম হাজি মহম্মদ ফদরে আলম বলেন, ‘‘বৃহস্পতিবার সকালেই ইদের নমাজ হবে। ভোর সাড়ে সাতটায় প্রথম নমাজ পাঠ শুরু হবে। প্রথম নমাজে যাঁরা অংশ নিতে পারবেন না তাদের জন্য সাড়ে আটটা থেকে দ্বিতীয় দফায় নমাজ পাঠ করানো হবে।’’ খুশির ইদে সকলের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘নিরাপত্তার যাবতীয় আয়োজন করা হয়েছে। যান চলাচলেরও বিকল্প পথ রাখা হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবেই ইদ উৎসব পালিত হবে।’’
মহিলার দেহ। পাটের জমি থেকে উদ্ধার হল এক মহিলার বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ। বুধবার সকালে ঘটেছে মালদহের মোথাবাড়ির পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নতুন আজগুবি টোলা গ্রামে। এই ঘটনায় গ্রাম জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ফলে এ দিনই মোথাবাড়ি ফাঁড়িতে গণধর্ষণের পর খুনের মামলা দায়ের করেছেন পরিবারের লোকেরা। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহে।