রাজ্য জুড়ে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছে কোচবিহারের মানুষ। ফর্মপূরণকে কেন্দ্র করে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন ছিটমহল এলাকার বাসিন্দারা। তাঁদের এই সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা।
সূত্রের খবর, বৃহস্পতিবার কোচবিহারের উৎসব প্রেক্ষাগৃহে কমিশনের পাঁচজন উচ্চপদস্থ আধিকারিক জেলার বিভিন্ন অধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে জেলার ছিটমহল এলাকার বাসিন্দারা জেলাশাসকের দফতরের সামনে হাজির হন। তাঁদের অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর শুরু হয়েছে ২০০২ সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে। কিন্তু ছিটমহল বিনিময় হয়েছে ২০১৫ সালের ৩১ জুলাই। তাঁদের প্রশ্ন, সে ক্ষেত্রে তাঁরা কী ভাবে ফর্ম পূরণ করবেন।
বৈঠক শেষে অরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন ছিটমহলের একজন বাসিন্দা। তাঁর বক্তব্য অনুযায়ী, এসআইআরের এনুমারেশন ফর্ম পূরণের ক্ষেত্রে ছিটমহলের বাসিন্দাদের ফর্মে ছিটমহল শব্দটি উল্লেখ করতে হবে। তিনি আরও জানান যে, ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের ফলে যে সমস্ত বাংলাদেশি ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন তাঁদের তালিকা জেলাশাসকের দফতরে রয়েছে। তাই তাঁদের তেমন কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না। এ ছাড়াও তিনি জানান যে তাঁদের সকল সমস্যার সমাধান করতে শুক্রবার জেলাশাসক তাঁদের সঙ্গে দেখা করবেন।
বৈঠক থেকে বেরিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এসআইআর নিয়ে ছিটমহলের বাসিন্দাদের সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে।