Advertisement
০৯ মে ২০২৪
বালুরঘাটে হেনস্থা শিক্ষককে

দাবি মেনে চাঁদা না দেওয়ায় গাড়ি ভাঙচুর

আলিপুরদুয়ারের এক শিক্ষিকার পরে এ বার চাঁদার জুলুমের শিকার হলেন বালুরঘাটের এক শিক্ষক। অভিযোগ, দাবি মতো চাঁদা না দেওয়ায় সাকিন সরকার নামে হাইস্কুলের এক ইংরেজির শিক্ষকের গাড়ি ভাঙচুর করে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। তাদের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাঙচুরের পর। বালুরঘাটে অমিত মোহান্তর তোলা ছবি।

ভাঙচুরের পর। বালুরঘাটে অমিত মোহান্তর তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ০২:৪৪
Share: Save:

আলিপুরদুয়ারের এক শিক্ষিকার পরে এ বার চাঁদার জুলুমের শিকার হলেন বালুরঘাটের এক শিক্ষক। অভিযোগ, দাবি মতো চাঁদা না দেওয়ায় সাকিন সরকার নামে হাইস্কুলের এক ইংরেজির শিক্ষকের গাড়ি ভাঙচুর করে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। তাদের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সেই সঙ্গে, বালুরঘাটেরই হোসেনপুর এলাকায় নির্মীয়মাণ নাট্য উৎকর্ষ কেন্দ্রের নির্মাণ সংস্থার কাছে কুড়ি হাজার টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় আনন্দ আশ্রম ক্লাবের সম্পাদককে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগ পাওয়া মাত্র দু’টি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দায়ের করা হচ্ছে। বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বালুরঘাট থানার কলেজপাড়ার বাসিন্দা ললিতমোহন আদর্শ হাইস্কুলের শিক্ষক সাকিনবাবুর কাছ থেকে কালীপুজোর জন্য ৫০০০ টাকা দাবি করেছিল স্থানীয় কলেজ স্কোয়ার ক্লাবের কয়েকজন সদস্য। কিন্তু অত টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি। দিন কয়েক আগের ওই ঘটনার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া চলছিল বলে ওই শিক্ষকের অভিযোগ। টাকা না দিলে তাঁকে পাড়া ছাড়া করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পুজো শেষ হতেই সোমবার গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

সাকিনবাবু জানান, সোমবার রাত প্রায় দু’টো নাগাদ তাঁরা পরের দিনের ভাইফোঁটার আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎই বাড়ির বাইরে মোটরবাইকের আওয়াজ শোনেন। এরপরেই বাড়ির বাইরে রাখা তাঁর গাড়ির উপরে ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে বলে শুনতে পান তাঁরা। তিনি বলেন, ‘‘টর্চ নিয়ে বাইরে গিয়ে দেখি, তিন জন ছেলে বাইকে করে চলে গেল। গাড়ির কাচ ভাঙা।’’ কলেজ স্কোয়ার ক্লাবের সদস্যরাই চাঁদা না পেয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ তাঁর।

এই ঘটনার পরে সাকিনবাবুর পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন। বাড়িতে স্ত্রী ও তিন বছরের মেয়ে রয়েছে তাঁর। পড়শিদের কয়েকজন রুখে দাঁড়ানোর আশ্বাস দিলেও উদ্বেগ কাটেনি শিক্ষকের পরিবারের। সাকিনবাবু বলেন, ‘‘যা ঘটেছে তাতে ভয়ের যথেষ্ট কারণ আছে। দশ বছর আগে বাড়ি করার সময় ওই ক্লাবের সদস্যরা চাপ সৃষ্টি করে ১০ হাজার টাকা আদায় করেছিল। এ বার কালীপুজোর চাঁদা হিসাবে পাঁচ হাজার টাকা দাবি করে।’’ অভিযোগ পেয়েই ক্লাবের সভাপতি ও সম্পাদককে গ্রেফতার করে পুলিশ।

কলেজপাড়ার ওই ক্লাবে সব দলের সমর্থকই রয়েছেন। তবে ইদানীং তৃণমূল ঘেঁষারাই প্রথম সারিতে রয়েছেন বলে এলাকার বাসিন্দাদের অনেকের দাবি। যদিও ক্লাবের সভাপতি শুভঙ্কর সরকার ও সম্পাদক অনিন্দ্য সাহা সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত নন বলে দলের দাবি। এলাকার তৃণমূল নেতা অসিত রায় বলেন, ‘‘একটা ক্লাবে অনেক মতের লোকই থাকেন। সেটা যাই হোক, আইন ভাঙলে কোনও রং দেখার দরকার নেই বলে আমাদের দলের নেত্রী বারেবারেই বলছেন। পুলিশ তো পদক্ষেপ করেছে।’’ এ দিন থানায় বসে অনিন্দ্যবাবু দাবি করেন, ওই শিক্ষকের গাড়ি ভাঙচূরের সঙ্গে তাঁদের ক্লাবের সদস্যরা কেউ জড়িত নন। হোসেনপুরের আনন্দ আশ্রম ক্লাবের ধৃত সম্পাদক নিত্যগোপাল দাসও নির্মাণ সংস্থার কাছে মোটা টাকা চাঁদা চেয়ে হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।

মাত্র চার দিন আগেই দাবি মতো চাঁদা দিতে রাজি না হওয়ায় আলিপুরদুয়ারে এক শিক্ষিকার বাড়িতে হামলা হয়। ওই ঘটনার জেরে ক্লাবের পুজো বন্ধ করে দেয় প্রশাসন। তার আগে শিলিগুড়িতেও চাঁদা না পেয়ে এক বাসিন্দাকে মারধরের অভিযোগে শিলিগুড়ির জংশন এলাকার এক তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Extortion Car Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE