Advertisement
০৬ মে ২০২৪

করিমুলই বাজি ফব-র

মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হককে রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী করার দাবি তুললেন জলপাইগুড়ির ফরওয়ার্ড ব্লক নেতারা৷ যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে রীতিমত শোরগোল শুরু হয়েছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০২:৪৬
Share: Save:

মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হককে রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী করার দাবি তুললেন জলপাইগুড়ির ফরওয়ার্ড ব্লক নেতারা৷ যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে রীতিমত শোরগোল শুরু হয়েছে৷ যদিও বিজেপির অভিযোগ, প্রচারে থাকতেই এ ধরনের দাবি তুলে চমক দেওয়ার চেষ্টা করছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব৷ করিমুল হক নিজেও জানিয়েছেন, জনপ্রতিনিধি হয়ে নয়, বরং বর্তমানে যে ভাবে তিনি মানুষের সেবা করেছেন, সে ভাবেই তা করে যেতে চান৷

মালবাজার মহকুমার রাজাডাঙার ছোট্টো গ্রাম থেকে শুরু হওয়া করিমুল হকের লড়াইয়ের কথা আজ আর কারও অজানা নয়৷ মায়ের অসুস্থতার সময় গাড়ির অভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি তিনি৷ বাড়িতেই চোখের সামনে চিরবিদায় জানাতে হয়েছিল মা-কে। তারপরেই মাথায় জেদ চেপে বসেছিল, হাসপাতালে যেতে না পেরে কাউকে তিনি আর মরতে দেবেন না৷

এই অবস্থায় নিজের মোটর সাইকেলকেই অ্যাম্বুল্যান্স হিসাবে ব্যবহার করা শুরু করেন তিনি৷ দিনে-রাতে যখনই খবর পেয়েছেন কেউ অসুস্থ, তখনই ছুটে গিয়ে মোটর সাইকেলে করে রোগীকে পৌঁছে দিয়েছেন হাসপাতালে৷ এই সেবামূলক কাজের জন্যই গত বছর রাষ্ট্রপতি তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন৷ তার এই লড়াইকে দেশের প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে ইতিমধ্যেই করিমুল হককে নিয়ে ছবি তৈরির সিদ্ধান্তও নিয়েছেন এক পরিচালক৷ আর এ বার তাঁকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় পাঠানোর দাবি তুলল ফরওয়ার্ড ব্লক৷

জলপাইগুড়ির ফরওয়ার্ড ব্লক নেতাদের অভিযোগ, উত্তরবঙ্গে রাজ্যের এক চতুর্থাংশ মানুষ বাস করেন৷ সেই নিরিখে রাজ্যে ষোলোজন রাজ্যসভার সদস্যের মধ্যে চারজন উত্তরবঙ্গের মানুষ থাকা প্রয়োজন৷ কিন্তু কংগ্রেস আমলে একজন, বাম আমলে দু’জন ও বর্তমান তৃণমূল কংগ্রেসের জমানায় দার্জিলিং-এর শান্তা ছেত্রী ছাড়া কেউ রাজ্যসভায় যাননি৷

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ রায় বলেন, ‘‘উত্তরবঙ্গ চিরদিন সবদিক থেকে বঞ্চিত৷ তাই আমরা চাই সমাজসেবা মূলক কাজের জন্য রাষ্ট্রপতি এ বার যে দু’জনকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করবেন, তারমধ্যে করিমুল হক একজন হোন৷’’

বিজেপির উত্তরবঙ্গের সহকারী আহ্বায়ক দীপেন প্রামাণিক পাল্টা বলেন, ‘‘কেন্দ্রের সরকার উত্তরবঙ্গকে গুরুত্ব দেয়। সে জন্যই এখান থেকে একজনকে মন্ত্রী করেছে৷ রাজ্যে বাম আমলে কিংবা তৃণমূল সরকারের সময় করিমুল হক কখনও কোনও সম্মান পাননি। রাষ্ট্রপতি তাঁকে যোগ্য ব্যক্তি হিসাবে পদ্মশ্রী সম্মান দিয়েছেন৷ কিন্তু পায়ের নীচে জমি হারিয়ে এখন চমকের রাজনীতি করার চেষ্টা করছে ফরওয়ার্ড ব্লক৷ মানুষ তা বোঝে৷’’

আর অ্যাম্বুল্যান্স দাদার কথায়, ‘‘আমি পড়াশোনা জানি না৷ তাই কোনও সরকারি পদও চাই না৷ আমি যে ভাবে মানুষের সেবা করছি, সেভাবেই তা চালিয়ে যেতে চাই৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE