ডুয়ার্স জুড়ে নতুন নতুন পর্যটন সম্ভাবনাময় এলাকা আরও একবার ঘুরে দেখলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার তিনি সামসিং, ঝালং, নাগরাকাটার বেশ কিছু এলাকা ঘুরে দেখেন। সামসিং এর লালিগুরাস এলাকা, যেখান থেকে পাহাড়ি মূর্তি নদী গর্জন শোনা যায়। এই এলাকায় পর্যটন দফতর কাজ করতে উৎসাহী বলেও জানিয়ে দেন মন্ত্রী। জাতীয় সড়কের জলঢাকা সেতু সংলগ্ন নাগরাকাটার রবীন্দ্র ভানু মোড়ে। একদিকে নাগরাকাটা বাজার অন্যদিকে জলঢাকার বিস্তীর্ণ এলাকাটিকে পর্যটকদের সামনে তথ্য আকারে তুলে ধরতে এই মোড়ে অভ্যর্থনা এবং তথ্য সহকারে কিছু নির্মাণ করা যায় কি না সেটিও খতিয়ে দেখার নির্দেশ দেন।