Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গরুবাথানে চালু হতে চলেছে সরকারি সাম্মানিক ডিগ্রি কলেজ

কলা এবং বিজ্ঞান বিভাগের মোট ৭টি বিষয়ে সাম্মানিক ডিগ্রি পাঠক্রম নিয়ে চালু হতে চলেছে কালিম্পং মহকুমার গরুবাথান সরকারি কলেজ। উল্লেখ্য, শিলিগুড়ির পর সেবকের পথে তিস্তা পেরিয়ে ডুয়ার্সের মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজ ছাড়া লাগোয়া পাহাড় এবং ডুয়ার্সের ৫০ কিলোমিটারের মধ্যে কোনও কলেজ ছিল না।

সব্যসাচী ঘোষ
গরুবাথান শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩৭
Share: Save:

কলা এবং বিজ্ঞান বিভাগের মোট ৭টি বিষয়ে সাম্মানিক ডিগ্রি পাঠক্রম নিয়ে চালু হতে চলেছে কালিম্পং মহকুমার গরুবাথান সরকারি কলেজ। উল্লেখ্য, শিলিগুড়ির পর সেবকের পথে তিস্তা পেরিয়ে ডুয়ার্সের মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজ ছাড়া লাগোয়া পাহাড় এবং ডুয়ার্সের ৫০ কিলোমিটারের মধ্যে কোনও কলেজ ছিল না। ফলত জলপাইগুড়ি এবং দার্জিলিঙ জেলার মালবাজার, মেটেলি, নাগরাকাটা এবং গরুবাথান এই চার ব্লকের ৪ হাজারেরও বেশি পড়ুয়া নির্ভর করতেন মালবাজারের কলেজের উপর। দীর্ঘ দিন ধরেই পাহাড়ের পড়ুয়াদের জন্যে গরুবাথান এলাকায় পৃথক কলেজের দাবি ছিল। এ বার সেই দাবি পূরণ হওয়ায় কার্যত উচ্ছ্বসিত কলেজে ভর্তির দোর গোড়ায় থাকা পড়ুয়া এবং অভিভাবকেরা।

গরুবাথান কলেজের ভর্তি প্রক্রিয়াতে রয়েছে বেশ কিছু চমকও আর তাতেই বাড়তি উৎসাহ ছড়িয়েছে এলাকায়। গরুবাথান সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পাশে এ বছর কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। তার ফলে তিন বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়ারাও ভর্তি হতে পারবেন। আর দ্বিতীয় চমকটি হল উদ্ভিদবিদ্যা বা বোটানির মত বিজ্ঞানের বিষয়ে সাম্মানিক স্নাতক পড়ার সুবিধা। কারণ মালবাজার কলেজেও বিজ্ঞান বিভাগ এখনও চালু করা যায়নি। সেখানে শুরুতেই গরুবাথানে সাম্মানিক কোর্স-সহ বিজ্ঞানের পাস কোর্সে পড়ার সুবিধা চালু হওয়ায় গরুবাথান কলেজে ভর্তি হতে উৎসাহী সমতলের পড়ুয়ারাও। কলা বিভাগের ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে সাম্মানিক স্নাতক পড়ার সুযোগ থাকবে এই কলেজে।

কলেজের জন্যে নিয়োগ হয়েছেন স্থায়ী অধ্যক্ষ। অধ্যক্ষ বারীনকুমার প্রামাণিকের কথায়, ‘‘মোট ২০ জন অধ্যাপক প্রয়োজন গরুবাথান কলেজে। ১০ জন স্থায়ী অধ্যাপক নিয়োগও হয়েছেন, বাকি নিয়োগ প্রক্রিয়া চলছে। আগামী ২৫ জুন অনলাইনে আবেদনের শেষ দিন। তার পর আবেদনরে নিরিখে ভর্তি প্রক্রিয়া খতিয়ে দেখে আগামী ২০ জুলাই থেকে ক্লাসও শুরু করে দেওয়া হবে।’’

উল্লেখ্য গত বছর থেকেই গরুবাথানের পানডারা মোড় লাগোয়া এলাকাতে কলেজ নির্মাণের কাজ শুরু হয়। কলেজের মূল ভবন নির্মাণের কাজ শেষ হবে আগামী সেপ্টেম্বর মাসে। তার আগে গরুবাথান থেকে ৭ কিলোমিটার দূরের অম্বিয়ক উচ্চ বিদ্যালয়ে কলেজের পঠনপাঠন শুরু হয়ে যাবে বলে বারীনবাবু জানান। অম্বিয়ক বিদ্যালয়ের নবনির্মিত একটি ভবেই আগামী দুই থেকে তিনমাস কলেজ চলবে। গরুবাথানে কলেজ খুলে যাওয়ায় খুশি মালবাজার পরিমল মিত্র স্মৃতি কলেজের অধ্যক্ষা নন্দিতা সরকারও। তাঁর কথায়, ‘‘গরুবাথানে কলেজ চালু হলে শিক্ষার প্রসার ঘটবে। আমাদের ওপর পাহাড় ডুয়ার্সের পড়ুয়াদের যে চাপ রয়েছে তা মনে হয় এবার কমবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE