Advertisement
১৮ মে ২০২৪
Malda

করোনা পরবর্তী উপসর্গে মৃত মালদহের সরকারি চিকিৎসক

স্ত্রী এবং মেয়ে সুস্থ হলেও সুব্রত করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম-এ। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

মৃত চিকিৎসক সুব্রত সোম— নিজস্ব চিত্র।

মৃত চিকিৎসক সুব্রত সোম— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৪:১৫
Share: Save:

করোনা পরবর্তী উপসর্গে মৃত্যু হল মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সুব্রত সোমের। শুক্রবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। পরিবার সূত্রের খবর, গত তিন সপ্তাহ ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

ইংরেজবাজার শহরে সিঙ্গাতলায় বাসিন্দা সুব্রতের তাঁর স্ত্রী চৈতালিও সরকারি চক্ষু চিকিৎসক। সম্প্রতি তাঁকে পুরুলিয়ায় বদলি করা হয়েছিল। স্থানীয় সূত্রের খবর, অক্টোবরে সেখানে গিয়েছিলেন সুব্রতবাবু। ইংরেজবাজারে ফিরে আসার পরেই কোভিড-১৯ আক্রান্ত হন সোম দম্পতি এবং তাঁদের মেয়ে।

প্রথমে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের। পরবর্তীতে স্ত্রী এবং মেয়ে সুস্থ হলেও সুব্রত করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম-এ। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার রাতে ওই বেসরকারি হাসপাতালে সুব্রতের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত ছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE