Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Balurgaht Municipality

বালুরঘাট পুরসভার দায়িত্ব নিল সরকার মনোনীত বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর

২০১৮ সালে পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রথমে বালুরঘাটের মহকুমা শাসক দায়িত্বভার গ্রহণ করেন।

বালুরঘাট পুরসভা।

বালুরঘাট পুরসভা।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ২১:৩৪
Share: Save:

দীর্ঘ দু’বছর দু’মাস পর বালুরঘাট পুরসভায় সরকার মনোনীত ১১ জনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দায়িত্বভার গ্রহণ করল। বুধবার দুপুরে মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তাঁরা।

২০১৮ সালে পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রথমে বালুরঘাটের মহকুমা শাসক দায়িত্বভার গ্রহণ করেন। পরে অর্পিতা ঘোষ ও শঙ্কর চক্রবর্তীকে সেই বোর্ডের সদস্য করা হয়। মাসখানেক আগে রাজ্য সরকার বালুরঘাট শহরের ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে নতুন বোর্ড অফ মেম্বার ঘোষণা করে। অভিযোগ ওঠে, এই বোর্ডে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ও অরাজনৈতিক ব্যক্তিত্বের সংখ্যা বেশি।

বিজেপির রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায় নতুন এই বোর্ডের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, যে পদ্ধতিতে নতুন সদস্যদের মনোনয়ন করা হয়েছে তা অসাংবিধানিক। তাঁর আরও অভিযোগ, তৃণমূল মেয়াদউত্তীর্ণ পুরসভাগুলিতে ভোট না করিয়ে প্রশাসক নিয়োগ করছে, কারণ জনগণের রায় নিতে ভয় পাচ্ছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Balurgaht Municipality Balurghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE