Advertisement
১৭ মে ২০২৪
কলেজ ভোট নিয়ে ধুন্ধুমার জলপাইগুড়িতে

অন্তর্দ্বন্দ্বে গলায় কোপ যুবকর্মীর

কলেজ ভোট যত এগিয়ে আসছে, একদিকে যেমন বিভিন্ন দলের মধ্যে ছাত্র সংগঠনের দ্বন্দ্ব বাড়ছে, তেমনই বাড়ছে টিএমসিপি-র অন্তর্দ্বন্দ্ব।

আহত তৃণমূল যুবকর্মী শুভঙ্কর মিশ্র। — নিজস্ব চিত্র

আহত তৃণমূল যুবকর্মী শুভঙ্কর মিশ্র। — নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০২:০৮
Share: Save:

কলেজ ভোট যত এগিয়ে আসছে, একদিকে যেমন বিভিন্ন দলের মধ্যে ছাত্র সংগঠনের দ্বন্দ্ব বাড়ছে, তেমনই বাড়ছে টিএমসিপি-র অন্তর্দ্বন্দ্ব।

মঙ্গলবার রাতে টিএমসির এক যুবকর্মীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনায় জলপাইগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে। টিএমসিপি-র দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ তবে ঘটনায় মূল অভিযুক্ত টিএমসিপি-র জেলা সভাপতি অভিজিৎ সিংহকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের অনুগামীরা৷ অন্য দিকে অভিজিৎ সিংহের অনুগামী এক ছাত্রী বিকেলে সৈকত সহ কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন৷

কলেজ নির্বাচনকে ঘিরে জলপাইগুড়ি শহরে টিএমসিপি-র দুটি গোষ্ঠীর মধ্যে গোলমালের আশঙ্কা কয়েক দিন ধরেই করছিল বিভিন্ন মহল৷ আনন্দচন্দ্র কলেজ, আনন্দচন্দ্র কমার্স কলেজ এবং পি ডি কলেজে টিএমসিপি-র দুই গোষ্ঠী – অভিজিৎবাবুর অনুগামী ও সৈকতবাবুর অনুগামী ছাত্র-ছাত্রীরা প্রায় সমানে সমানে মনোনয়নপত্র তোলেন৷ এরই মধ্যে মঙ্গলবার রাত বারোটা নাগাদ বাড়ি ফেরার সময় কদমতলার কাছে আক্রান্ত হন সৈকতের অনুগামী বলে পরিচত তৃণমূল যুব কংগ্রেস কর্মী শুভঙ্কর মিশ্র৷ তাঁর গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়৷ এই ঘটনায় এ দিন টিএমসিপি-র জেলা সভাপতি অভিজিৎ সহ চোদ্দো জনের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন শুভঙ্করের স্ত্রী অর্তুহা মিশ্র৷ তার অভিযোগ, অভিজিৎই শুভঙ্করকে চেপে ধরে এবং বাকিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়৷ এই অভিযোগ মানতে চাননি অভিজিৎ৷ তাঁর দাবি, ‘‘এটা সৈকতের চক্রান্ত৷ কলেজ নির্বাচনের আগে সংগঠনের কিছু ছেলে যাতে সংগঠনের হয়ে কাজ করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই অভিযোগ দায়ের করা হয়েছে৷’’ যদিও সৈকত পাল্টা বলেন, ‘‘আমার চক্রান্ত কোথায়, তা বুঝতে পারছি না৷’’

শুভঙ্করকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় জড়িত অভিযোগ এদিন দুপুরে দুই টিএমসিপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ৷ এর পর দুপুরে সৈকতের অনুগামী বলে পরিচিত কিছু টিএমসিপি কর্মী থানায় গিয়ে অভিজিতের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন৷ তবে তার কিছু ক্ষণের মধ্যেই জলপাইগুড়ি মহিলা থানায় গিয়ে সৈকতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক ছাত্রী।

তাঁর অভিযোগ, কলেজে যাওয়ার সময় শিশুনিকেতন স্কুলের সামনে সৈকত সহ কয়েকজন তাকে মারধর ও শ্লীলতাহানি করেন৷ যদিও সৈকতের দাবি, ‘‘এই অভিযোগের কোনও গুরুত্ব নেই৷’’

এ দিন সাংসদ বিজয়চন্দ্র বর্মন বলেন, ‘‘দলীয় পর্যায়ে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷’’ তবে এই গোলমালের মধ্যেই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনে জলপাইগুড়ির তিন কলেজে দুই পক্ষই মনোয়নপত্র জমা দিয়েছেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc Worker Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE