Advertisement
E-Paper

সীমান্তে গুলির লড়াই, মৃত যুবক

পাচারকারী ও বিএসএফ জওয়ানদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক বিএসএফ জওয়ানও। শুক্রবার রাতে কালিয়াচক থানার চোরি অনন্তপুর সীমান্তের ওই ঘটনায় আহত ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান অজয় কুমার ভর্তি রয়েছেন শহরের এক নার্সিং হোমে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৬

পাচারকারী ও বিএসএফ জওয়ানদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক বিএসএফ জওয়ানও। শুক্রবার রাতে কালিয়াচক থানার চোরি অনন্তপুর সীমান্তের ওই ঘটনায় আহত ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান অজয় কুমার ভর্তি রয়েছেন শহরের এক নার্সিং হোমে। দিলদার শেখ (১৮) নামে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চোরি অনন্তপুরের কেয়ামতটোলা গ্রামের বাসিন্দা দিলদার জমিতে চাষবাস করতেন বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। যদিও থানায় অভিযোগ দায়ের করেননি পরিবারের লোকেরা। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, ঘটনার সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ দিন রাত ৯টা নাগাদ চোরি অনন্তপুর সীমান্তের ৩৩ নম্বর গ্রেটে প্রহারায় ছিলেন অজয় কুমার। কাঁটাতারের বেড়ার পাশে ২০-২৫ জনের একটি দলকে হাতে ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অভিযোগ, ওই জওয়ান কাছে যেতেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করা হয়। দু’রাউন্ড গুলি চালায় বিএসএফও। সেই সময়েই গুলি লেগে দিলদারের মৃত্যু হয়। পালায় বাকি সন্দেহভাজনেরা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের তিনটি বস্তা থেকে ৭৫ বোতল কফসিরাপ ও একটি হাঁসুয়া উদ্ধার হয়েছে।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিএসএফ কর্তারা। নিহতের দাদা ফটিক মিঞা বলেন, ‘‘ভাই জমিতে কাজ করতে গিয়েছিল। শুধু সন্দেহের বশে আমার ভাইকে গুলি করে খুন করেছে বিএসএফ। আমরা থানায় অভিযোগ দায়ের করব।’’

BSF Gun fire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy