Advertisement
২৪ এপ্রিল ২০২৪

গুরুঙ্গের পাশে ৭ সভাসদ

মোর্চা সভাপতির পরে এ বার জিটিএ ছাড়ার হুমকি দিলেন কার্শিয়াঙের সাত জন সভাসদ। শুক্রবার কার্শিয়াং এবং লাগোয়া এলাকা থেকে জিটিএ-র নির্বাচিত সভাসদরা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, গুরুঙ্গ যে দিন চিফের পদ থেকে ইস্তফা দেবেন, সেদিনই সকলে পদত্যাগ করবেন। বৃহস্পতিবার দার্জিলিঙে গুরুঙ্গ সাংবাদিকদের দুই থেকে আড়াই মাসের মধ্যে জিটিএ থেকে ইস্তফা দিয়ে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন শুরু করার হুমকি দিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০২:০৯
Share: Save:

মোর্চা সভাপতির পরে এ বার জিটিএ ছাড়ার হুমকি দিলেন কার্শিয়াঙের সাত জন সভাসদ। শুক্রবার কার্শিয়াং এবং লাগোয়া এলাকা থেকে জিটিএ-র নির্বাচিত সভাসদরা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, গুরুঙ্গ যে দিন চিফের পদ থেকে ইস্তফা দেবেন, সেদিনই সকলে পদত্যাগ করবেন। বৃহস্পতিবার দার্জিলিঙে গুরুঙ্গ সাংবাদিকদের দুই থেকে আড়াই মাসের মধ্যে জিটিএ থেকে ইস্তফা দিয়ে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন শুরু করার হুমকি দিয়েছিলেন। সে বিষয়ে দলের নেতাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেও গুরুঙ্গ দাবি করেছিলেন। জিটিএ-র কার্শিয়াঙের সভাসদ যোগেন্দ্র রাই বলেন, ‘‘আমরা কার্শিয়াঙের সাত সদস্য সকলে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। যে দিন আমাদের দলের প্রধান ইস্তফা দেবেন, সে দিনই আমরাও জিটিএ থেকে নিজেদের সরিয়ে নেব।’’ এ দিনই দার্জিলিঙের চকবাজারে মোর্চার যুব সংগঠন সভা করে গুরুঙ্গের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GTA issue Gurung
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE