Advertisement
E-Paper

কৃষি বিশ্ববিদ্যালয়ের সাইটে হানা হ্যাকার জঙ্গির

খাস পশ্চিমবঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের আঙিনায় জঙ্গি অনুপ্রবেশ! ঠিকই। এই অনুপ্রবেশের পিছনে হয়তো সত্যিই কোনও জঙ্গি সংগঠন। তবে বাস্তবের মাটিতে নয়, রবিবার ওই অনুপ্রবেশ হয়েছে সাইবার জগতে।এমনিতে গুগল বা অন্য কোনও সার্চ ইঞ্জিনে গিয়ে ওই ওয়েবসাইটে ক্লিক করা মাত্র ওয়েবপেজ খুলে আকাশি রঙে, ইংরেজি হরফে ‘উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়’ স্ক্রিনে ফুটে ওঠার কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৩:৩২
হ্যাক হওয়ার পরে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছিল এমনই ছবি। —নিজস্ব চিত্র।

হ্যাক হওয়ার পরে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছিল এমনই ছবি। —নিজস্ব চিত্র।

খাস পশ্চিমবঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের আঙিনায় জঙ্গি অনুপ্রবেশ!

ঠিকই। এই অনুপ্রবেশের পিছনে হয়তো সত্যিই কোনও জঙ্গি সংগঠন। তবে বাস্তবের মাটিতে নয়, রবিবার ওই অনুপ্রবেশ হয়েছে সাইবার জগতে।

এমনিতে গুগল বা অন্য কোনও সার্চ ইঞ্জিনে গিয়ে ওই ওয়েবসাইটে ক্লিক করা মাত্র ওয়েবপেজ খুলে আকাশি রঙে, ইংরেজি হরফে ‘উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়’ স্ক্রিনে ফুটে ওঠার কথা। তার পাশেই থাকবে বিশ্ববিদ্যালয়ের লোগো, যেখানে লেখা— ‘হোয়্যার উইসডম ইজ ফ্রি’।

কিন্তু এ দিন সকালে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পৌঁছে অনেকে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানের নামের উপরে লেখা ‘ইউনাইটেড ইসলামিক সাইবার ফোর্স’। উর্দু হরফে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বিভিন্ন ছবি যেখানে থাকে, সেই জায়গায় ভয় ধরিয়ে দেওয়া কয়েকটি ছবি। কোনওটায় কালো পোশাকে আবৃত ঘাতকের হাতে ছুরি। এক জায়গায় লেখা, ‘গো ইন্ডিয়া গো ব্যাক’। এক জঙ্গির মুখ কালো কাপড়ে ঢাকা। ছুরি ধরা হাতের পাশে লেখা, ‘উই আর কামিং টু কিল ইউ জিউস!’ এক জায়গায় ছিল আইএস বা ইসলামিক স্টেটের কথাও।

এ সব দেখে অনেকেই থতমত খেয়ে যান। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝতে পারেন, তাঁদের ওয়েবসাইট পরিষ্কার হ্যাক করা হয়েছে। খবর যায় পুলিশে।

কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “আন্তর্জাতিক কোনও মুসলিম জঙ্গি সংগঠন ওই ওয়েবসাইট হ্যাক করেছে বলে সন্দেহ করা হচ্ছে। আমরা সিআইডিকে জানিয়ে দিয়েছি। জেলা পুলিশও তদন্ত করছে।” কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস মজুমদারের কথায়, ‘‘আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আড়াই ঘণ্টার মধ্যে ওয়েবসাইট ঠিক করা হয়। সেখান থেকে জঙ্গিদের ছবি, লেখা সব সরিয়ে দেওয়া হয়েছে।”

প্রাথমিক ভাবে তদন্তকারীদের সন্দেহ, এ দিন সকাল ৮টা নাগাদ ওই ওয়েবসাইট হ্যাক করা হয়। বেলা ১১টায় বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। বেলা দেড়টা নাগাদ ওয়েবসাইট থেকে সন্দেহভাজন জঙ্গি সংগঠনের প্রচার ও হুমকি সংবলিত লেখা ও ছবি সরিয়ে দিয়ে পাসওয়ার্ড-ও বদলে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নানা অনুষ্ঠানের ছবি সাইট থেকে সরিয়ে দিয়ে নিজেদের ছবি পোস্ট করে দিয়েছিল ওই সংগঠন।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি (ইনটেলিজেন্স ব্যুরো) সূত্রের খবর, এ বছর মার্চে কানাডার রাজনৈতিক দল ‘ব্লক কোবেকোয়া’র ওয়েবসাইট হ্যাক করেছিল এই ইউনাইটেড ইসলামিক সাইবার ফোর্স। তখন সংগঠনটি দাবি করেছিল, হিজাব পরেন যাঁরা, সে সব মহিলার প্রতি কানাডার রাজনৈতিক দলটি যথেষ্ট শ্রদ্ধাশীল নয় বলেই তারা ওই কাণ্ড ঘটিয়েছে। অতীতেও বেশ কয়েকটি হ্যাকিং বা সাইবার হানা তাদেরই কাজ বলে সংগঠনটি তখন স্বীকার করেছিল। আইবি-র বক্তব্য, ওই সংগঠন সাইবার দুনিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর সহযোগী বলেই ইদানীং ধরা হচ্ছে।

কিন্তু পশ্চিমবঙ্গের মফস্সল শহর কোচবিহারে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে ওই জঙ্গি সংগঠনের কী লাভ?

কেন্দ্রীয় গোয়েন্দাদের ধারণা, শুধু ওই বি‌শ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়নি, জঙ্গিরা হয়তো হামলা চালিয়েছে একটি গোটা ওয়েব সার্ভারে, যেটি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন সংস্থার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে। সে ক্ষেত্রে যতগুলো ওয়েবসাইট ওই সার্ভারের মধ্যে দিয়ে গিয়েছে, ততগুলোই এ দিন হ্যাক্ড হওয়ার কথা। কারণ, ওয়েব সার্ভার একটি বাড়ি হলে ওয়েবসাইটগুলো একেকটি ঘর। তবে ইউনাইটেড ইসলামিক সাইবার ফোর্স এ দিন এ রাজ্যের আর কোনও সংস্থার ওয়েবসাইট হ্যাক করেছে বলে রাত পর্যন্ত খবর মেলেনি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আমেরিকার একটি সংস্থা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তৈরি করে। হ্যাকিংয়ের বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

উপাচার্য দেবাশিস মজুমদারের সন্দেহ, “অনলাইনে ভর্তি শুরু হয়েছে। সেই জন্য বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড মেল করা হয়েছে। সেখান থেকেই গণ্ডগোল হয়েছে বলে মনে হচ্ছে।’’

Uttar Banga Krishi Vishwavidyalaya website hacker police cooch behar CID
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy