Advertisement
০৭ মে ২০২৪

হেভিওয়েটদের লক্ষ্য কোচবিহার

এক দিনের ব্যবধানে কোচবিহারে আসছেন দুই হেভিওয়েট নেতানেত্রী। ২২ এপ্রিল কোচবিহারে আসবেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। ২৪ এপ্রিল কোচবিহারে আসছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

প্রচার: ইয়েচুরির জনসভায় প্রচারে বাইক র‌্যালি। নিজস্ব চিত্র

প্রচার: ইয়েচুরির জনসভায় প্রচারে বাইক র‌্যালি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০২:১৩
Share: Save:

এক দিনের ব্যবধানে কোচবিহারে আসছেন দুই হেভিওয়েট নেতানেত্রী। ২২ এপ্রিল কোচবিহারে আসবেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। ২৪ এপ্রিল কোচবিহারে আসছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ২৫ এপ্রিল কোচবিহারে সরকারি প্রকল্পের উপভোক্তাদের বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। দুটি কর্মসূচি ঘিরেই ব্যস্ততা বেড়েছে পুলিশ-প্রশাসনের।

নিরাপত্তা আঁটোসাঁটো করতে প্রস্তুতিও শুরু করেছেন তারা। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “জেলায় প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।” সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মহানন্দ সাহাও বলেন, “রাসমেলা ময়দানে নজরকাড়া জমায়েত করে আমরা বার্তা দিতে চাইছি।”

দলীয় সূত্রের খবর, ২৪ এপ্রিল বিকেলে বাগডোগরা বিমান বন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে কোচবিহারে আসবেন। রাতে ল্যান্সডাউন হলে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর রাত্রিবাসের কথা রয়েছে। দলের এক নেতা জানিয়েছেন, চকচকায় সরকারি প্রকল্পের সামগ্রী বিতরণের অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। সেখানকার মাঠের অবস্থা, যাতায়াতের ব্যবস্থা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কেপিপির তরফে দাবি করা হয়েছে, ওই দিন রাসমেলার কামতাপুরি ভাষার স্বীকৃতি সহ একাধিক দাবিতে তাদের ডাকা সভাতেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE