মহড়া হওয়ার কথা ছিল বুধবারই। কিন্তু শেষ অবধি সম্ভব হল না। তার জন্য মূলত দায়ী ধানি জমির ঝুরঝুরে মাটি। প্রধানমন্ত্রীর সভার দু’দিন আগে এই বিষয়টিই এখন সব থেকে বেশি ভাবাচ্ছে রাজ্য প্রশাসন এবং এসপিজি-কে। দিল্লি থেকে নির্দেশ এসেছে, যে করেই হোক আজ, বৃহস্পতিবার দুপুরের মধ্যে মহড়া করতেই হবে।
ময়নাগুড়ির চূড়াভান্ডারের যে মাঠে মোদীর সভা হবে, তার এক পাশেই হেলিপ্যাড তৈরির কাজ চলছে। মাঠ বলা হলেও আদতে ধানের জমি। পাশ দিয়ে নদীও বয়ে যাচ্ছে। ট্রাক্টর দিয়ে চাষ করায় মাটি ঝুরঝুরে হয়ে রয়েছে। পা ফেললে ডেবে যাচ্ছে। এই মাটিতে হেলিকপ্টার নামানো বেশ কঠিন বলে এসপিজি অফিসারেরার একান্তে স্বীকার করছেন।
প্রধানমন্ত্রীর সভার কাছে তিনটি হেলিপ্যাড তৈরি হচ্ছে। সেগুলির এক একটি তৈরি করতে প্রায় ৪০ হাজার ইট প্রয়োজন হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রতিটির ক্ষেত্রে খরচ হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকার কাছাকাছি।