কোথাও দুই দেশের মাঝে নদী। কোথাও চাষের জমি। মালদহ জেলায় দীর্ঘ সীমান্ত রয়েছে উন্মুক্ত। আর এই উন্মুক্ত সীমান্ত নিয়েই উদ্বেগে জেলার পুলিশ থেকে শুরু করে বিএসএফও।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে, বুধবার সীমান্ত এলাকার পাশাপাশি মালদহ জেলা জুড়েই তল্লাশি চালাল বিএসএফ ও পুলিশ। বুধবার মালদহের গুরুত্বপূর্ণ স্থান গুলিতে তল্লাশি চালায় পুলিশ। বিএসএফ কর্তাদের দাবি, সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জেলার মোট ১৭৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। তারমধ্যে ৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে উন্মুক্ত। এরমধ্যে ২০ কিলোমিটার সীমান্ত রয়েছে জলপথ। উন্মুক্ত সীমান্ত নিয়েই উদ্বিগ্ন বিএসএফ ও পুলিশ কর্তারা। জানা গিয়েছে, মালদহে বিএসএফের ব্যাটালিয়নের জওয়ানেরা সীমান্তে নজরদারি চালায়।