Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দৌড়তে চিনে যাবেন হিমশ্রী

চিনের উহানে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রিলে দৌড়ে সুযোগ পেয়েছেন ডুয়ার্সের ধূপগুড়ির পশ্চিম মল্লিক পাড়ার বাসিন্দা হিমশ্রী রায়। বুধবার থেকে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। ৭ জুন পর্যন্ত চলবে। হিমশ্রীর জলপাইগুড়ি কমার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। ২০১৪ চিনে জুনিয়র এশিয়ান ট্রাক অ্যান্ড ফিল্ডে অংশ নিয়েছিলেন। তার আগের বছর অংশ নেন রাশিয়ার কামাজে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মিটে-ও।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০২:২৬
Share: Save:

চিনের উহানে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রিলে দৌড়ে সুযোগ পেয়েছেন ডুয়ার্সের ধূপগুড়ির পশ্চিম মল্লিক পাড়ার বাসিন্দা হিমশ্রী রায়। বুধবার থেকে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। ৭ জুন পর্যন্ত চলবে। হিমশ্রীর জলপাইগুড়ি কমার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। ২০১৪ চিনে জুনিয়র এশিয়ান ট্রাক অ্যান্ড ফিল্ডে অংশ নিয়েছিলেন। তার আগের বছর অংশ নেন রাশিয়ার কামাজে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মিটে-ও। ইভেন্ট ছিল ১০০ এবং ২০০ মিটার। কোচ রানা রায় বলেন, ‘‘গত এপ্রিলে ফেড কাপে রিলে দৌড়ে ৪ নম্বর দৌড়বিদ হিসাবে সুয়োগ পেয়েছে ও। আশা করি দৌড়নোর সুযোগ পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

china himashree india siliguri russia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE