বিক্রি শুরুর আগেই ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে। আজ, সোমবার সকাল থেকেই ডার্বির টিকিট নিতে লাইনে দাঁড়াবেন উৎসাহীরা। সেই মতো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাউন্টারের সামনে পুলিশি নিরাপত্তা থাকছে। বাইরে থেকেও উৎসাহীরা অনেকে টিকিট কাটতে আসবেন। পাছে পরে সমস্যা হয় সে জন্য অনেকে আগে থেকেই টিকিট কেটে নিশ্চিত হতে চাইছেন। বেলা সাড়ে ১১টা থেকে টিকিট দেওয়া শুরু হবে।
রবিবার সন্ধ্যায় টিকিট নিয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তা মনোজ বর্মা কলকাতায় রওনা দিয়েছেন। সোমবার সকালেই কলকাতায় মোহনবাগান কর্তাদের হাতে টিকিট পৌঁছে দেবেন তিনি। মোহনবাগান পাঁচ হাজার টিকিট চাইলেও প্রথম দফায় দেড় হাজার টিকিট পাঠানো হচ্ছে। ইস্টবেঙ্গলের জন্য পাঠানো হচ্ছে এক হাজার টিকিট।
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ জানান, সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। ফের বিকেলে ৪টা থেকে ৬ টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।