ভাঙা ঘর। তাতেই ঝুলছে ইন্দিরা আবাস যোজনার বোর্ড। বাড়ির মালিক কানাকড়িও পাননি বলে জানাচ্ছেন। অথচ বোর্ডে লেখা হয়েছে ইন্দিরা আবাস যোজনায় নাকি ওই বাড়ির মালিক ৭০ হাজার টাকা পেয়েছেন।
ধূপগুড়ির গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া গ্রামের মুন্ডাপাড়ায় এই ঘটনায় দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। বিপিএল তালিকায় থাকা দুই বাসিন্দার অভিযোগ, ‘‘আমরা ইন্দিরা আবাস যোজনায় ঘর বা ঘরের জন্যে কোনও টাকা আজ পর্যন্ত পেলাম না। অথচ বাড়িতে না থাকার সময় কে বা কারা আমাদের পুরনো ভাঙা ইন্দিরা আবাস যোজনায় ৭০ হাজার টাকার ঘর পেয়েছি এমন বোর্ড লাগিয়ে রেখে গেল।’’
কাজিপাড়া গ্রামের প্রত্যন্ত মুন্ডাপাড়ায় প্রায় ৫০টি আদিবাসী পরিবারের বাস। ওই গ্রামে অনেক আদিবাসীরাই ইন্দিরা আবাস যোজনার ঘর পেয়েছেন। এলাকার বেশিরভাগ আদিবাসীরাই দিনমজুরি করে কোনও রকমে সংসার চালান।