Advertisement
০৩ মে ২০২৪

ক্যাম্পাসে বাসস্ট্যান্ড, বয়কটে পড়ুয়ারা

তাদের অভিযোগ, মেডিক্যাল কলেজ হাসপাতালের সুবর্ণজয়ন্তী পালনের প্রস্তুতি নিয়ে বৈঠকে রবিবার পর্যটনমন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব এলে তাঁকে বিষয়টি জানান ছাত্রছাত্রীরা। তবে তা নিয়ে ধীরে চলার কথা বলায় তা মানতে চাননি পড়ুয়ারা।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই বাস, অটোস্ট্যান্ড।—ফাইল চিত্র।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই বাস, অটোস্ট্যান্ড।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০২:২৪
Share: Save:

ক্যাম্পাসের ভিতরে থাকা বাস, অটোস্ট্যান্ড তুলে দেওয়ার দাবি দীর্ঘ দিনের। সম্প্রতি রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তা তুলে দেওয়া হবে। অথচ তোলা হচ্ছে না কেন এই প্রশ্ন তুলে সরব হয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের একাংশ। সোমবার পড়ুয়ারা ক্যাম্পাসের মধ্যে থাকা বাস, অটোস্ট্যান্ড অবিলম্বে তুলে দেওয়ার দাবিতে ক্লাস বয়টক করে আন্দোলনে নামে।

এদিন প্রথম, দ্বিতীয় এবং শেষ শিক্ষাবর্ষের যে ক্লাসগুলো ছিল তা বয়কট করেন পড়ুয়ারা।

কলেজের অধ্যক্ষ সমীর ঘোষ রায় বলেন, ‘‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে চটজলদি সমস্যা মেটার নয়। স্ট্যান্ড সরাতে সময় লাগবে।’’ দাবির বিষয়টি নিয়ে এদিন ছাত্রদের সঙ্গে কথা বলেন সহকারি ডিন (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সন্দীপ সেনগুপ্ত। তিনি জানান, স্ট্যান্ড তোলার সিদ্ধান্ত হয়েছে। তবে সময় লাগবে সেটা ছাত্রদেরও বুঝতে হবে।

তাদের অভিযোগ, মেডিক্যাল কলেজ হাসপাতালের সুবর্ণজয়ন্তী পালনের প্রস্তুতি নিয়ে বৈঠকে রবিবার পর্যটনমন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব এলে তাঁকে বিষয়টি জানান ছাত্রছাত্রীরা। তবে তা নিয়ে ধীরে চলার কথা বলায় তা মানতে চাননি পড়ুয়ারা। অটো চালকদের সংগঠনের সম্পাদক জগদীশ রায় জানান, এখান থেকে স্ট্যান্ড সরাতে তাদের আপত্তি নেই।

তবে বিকল্প জায়গার ব্যবস্থা করেই সেই কাজ করা হোক।

সোমবার ওই অটো স্ট্যান্ড তোলার দাবিতে কলেজের অধ্যক্ষকে একটি স্মারকলিপি দিয়েছেন পড়ুয়ারা। পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাহুল রায়, মৃণালকান্তি হাজরা জানান, এই সমস্যার বিষয়টি দীর্ঘ দিন ধরে জানানো হচ্ছে। অথচ এখনও তা মেটানো হয়নি।

কবে ক্যাম্পাস থেকে বাস ও অটো স্ট্যান্ড সরানো হবে তা জানানোর দাবি করা হয়েছে। তা মানা না হলে অনিদির্ষ্টকালের জন্য ক্লাস বয়কট চলবে। তবে মঙ্গলবার থেকে পরীক্ষা রয়েছে পড়ুয়াদের। তা ছাড় দেওয়া হয়েছে। তা ছাড়া সমস্ত জায়গায় সীমানা প্রাচীর দেওয়া, রাতে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের দাবি তুলেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE