Advertisement
০৮ মে ২০২৪

করিমুল হাতে পেলেন পদ্মশ্রী

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী পেলেন করিমুল হক৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে করিমুলের হাতে ওই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি৷ রীতিমতো উচ্ছ্বসিত করিমুল বলেন, ‘‘এ বার আমার দায়িত্ব আরও বেড়ে গেল৷’’

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০১:৪৬
Share: Save:

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী পেলেন করিমুল হক৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে করিমুলের হাতে ওই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি৷ রীতিমতো উচ্ছ্বসিত করিমুল বলেন, ‘‘এ বার আমার দায়িত্ব আরও বেড়ে গেল৷’’

এ বছর দেশে পদ্মশ্রী প্রাপকদের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের অন্যতম জলপাইগুড়ি জেলার অ্যাম্বুল্যান্স দাদা করিমুল হক৷ সেই নিয়ে গত কয়েক মাস ধরে হইচই চলছে জলপাইগুড়িতে৷ এ দিন সন্ধ্যায় করিমুল জানান, পুরস্কার দেওয়ার সময় রাষ্ট্রপতি তাঁকে অভিনন্দন জানান৷ বলেন, তিনি তাঁকে চেনেন৷ তাঁর বাড়ি যে জলপাইগুড়িতে, তাও জানেন। করিমুল বলেন, ‘‘রাষ্ট্রপতি বললেন, কাজ চালিয়ে যেতে।’’

করিমুল আরও জানান, পুরস্কার পাওয়ার কিছুক্ষণ পর তাঁর সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ প্রধানমন্ত্রী নিজেই তাঁকে কাছে ডেকে নেন৷ তার পর আশ্বাস দেন, তাঁর দাবিগুলি পূরণ করা হবে৷ পদ্মশ্রী পুরস্কারের জন্য করিমুল হকের নাম ঘোষণার পরই মালবাজারের রাজাডাঙায় তাঁর বাড়িতে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া৷ সে দিন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে করিমুল চেল নদীর উপরে একটি সেতু ও এলাকার দু’টি স্বাস্থ্যকেন্দ্রে বেডের ব্যবস্থার কথা বলেছিলেন৷ করিমুলের কথায়, ‘‘প্রধানমন্ত্রী এ দিন আমাকে বলেছেন, ‘হক কা চিজ হক কো মিলনা চাহিয়ে৷ ম্যায়নে বোল দিয়া৷’’’

করিমুল জানান, মন্ত্রিসভার অন্যরাও তাঁর সঙ্গে কথা বলেন৷ তাঁর সঙ্গে কথা হয় বিরাট কোহালিরও৷ করিমুলের কথায়, ‘‘বিরাট আমাকে বলেন, আমি যে ভাবে কাজ করছি তা খুবই ভাল। তিনি আমাকে কাজ চালিয়ে যেতে বলেন৷’’ করিমুল বলেন, ‘‘এই পুরস্কার পশ্চিমবঙ্গবাসীর জন্য উৎসর্গ করতে চাই আমি৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Padma Shri Karimul Haque
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE