Advertisement
২৬ এপ্রিল ২০২৪

যোগে যোগ দিতেও দেরি নেতাদের

বিশ্ব যোগ দিবসে সামিল হল উত্তরবঙ্গও। প্রায় সব জায়গাতেই প্রবল উৎসাহে ‘যোগ অনুশীলন’-এ যোগ দিয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরাও।

লিগুড়িতে সীমা সুরক্ষা বলের যোগচর্চা। শিলিগুড়িতে যোগ দিবস উদযাপন আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের। — নিজস্ব চিত্র

লিগুড়িতে সীমা সুরক্ষা বলের যোগচর্চা। শিলিগুড়িতে যোগ দিবস উদযাপন আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের। — নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৮:৩৫
Share: Save:

বিশ্ব যোগ দিবসে সামিল হল উত্তরবঙ্গও। প্রায় সব জায়গাতেই প্রবল উৎসাহে ‘যোগ অনুশীলন’-এ যোগ দিয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরাও।

বিশেষ করে বিজেপি নেতৃত্বের আলাদা করে যোগ দিবস নিয়ে উদ্দীপনা নজরে পড়েছে। বিভিন্ন স্থানে এ দিন যোগ অনুশীলনকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করেছে বিভিন্ন বেসরকারি সংগঠন, ক্লাব, সমিতিও।

শিলিগুড়িতে একাধিক জায়গায়, এ দিন যোগ অনুশীলনের আয়োজন করা হয়েছিল। বিজ্ঞানভিত্তিক যোগ ও ধ্যান বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করেছিল আনন্দ মার্গ প্রচারক সংঘ। মঙ্গলবার শিলিগুড়ি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে এই সভার আয়োজন হয়। উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র যোগ অনুশীলন নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এসএসবি, বিএসএফের রানিডাঙা ও কদমতলার শিবিরেও যোগ অনুশীলন করেন কর্মী ও কর্তারা।

বিজেপি-র পক্ষ থেকে শহরের ৩৫টি জায়গায় যোগ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সবগুলিতেই বিজেপির জেলা কার্যকর্তারা উপস্থিত ছিলেন। বিজেপির জেলা সভাপতি প্রবীণ অগ্রবাল, সাধারণ সম্পাদক অভিজিৎ রায়চৌধুরী, রাজ্য সম্পাদক রথীন বসু, যুব সভাপতি বাপি পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। কালিম্পংয়ে একটি অনুষ্ঠানে যোগ অনুশীলন করেন দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দ্র সিংহ অহলুয়ালিয়া, মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গও।

দক্ষিণ দিনাজপুর জেলা পতঞ্জলি যোগ সমিতি, ভারত স্বাভিমান, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, যুবা ভারত এবং কিসান পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বালুরঘাট হাইস্কুল মাঠে পালিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠান শুরুর আগে রাজ্য স্তরে জেলায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিশেষ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিজেপির কোচবিহার জেলা দফতরে যোগ অনুশীলন করেন দলের নেতা, কর্মীরা। প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন বিজেপির কিসান মোর্চার রাজ্য সহ সভাপতি অজিত রায়। ছিলেন বিজেপির বিদায়ী কোচবিহার জেলা সভাপতি অনিল মালাকার ও প্রাক্তন জেলা সভাপতি হেমচন্দ্র বর্মনও। অবশ্য ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেননা। অনিলবাবু বলেন, “ব্যক্তিগত সমস্যায় যোগের অনুষ্ঠানে যাওয়া হয়নি।” হেমচন্দ্রবাবু বলেন, বৃষ্টির জন্য জেলা দফতরের অনুষ্ঠানে যেতে পারেননি। অজিতবাবু প্রশিক্ষণ দেন। নিখিলবাবু সহ অনেক নেতাকর্মী যোগের অনুশীলনে সামিল হন।”

সকালে ইটাহার ব্লকের হাসুয়া এলাকায় বিজেপির তরফে যোগ দিবসের অনুষ্ঠান পালন করা হয়। ওই অনুষ্ঠানে বিজেপির যুব মোর্চার স্থানীয় নেতারা হাজির হলেও দলের জেলা নেতারা হাজির হননি। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, ‘‘ওই দলের যুব মোর্চার স্থানীয় নেতা ও দলের কর্মীরা যোগাসন করেছেন। বাসিন্দারাও অনুষ্ঠানে সামিল হয়ে যোগাসন করেছেন। আমি ও দলের জেলা নেতারা দলের অন্য কাজে ব্যস্ত থাকায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারিনি।’’

জলপাইগুড়ি রোড স্টেশন, সোনাউল্লা হাইস্কুল, অরবিন্দ নগর সহ বিভিন্ন জয়াগাতেও যোগাসনের আয়োজন করা হয়৷ সোনাউল্লা হাই স্কুলে জেলা বিজেপির বেশ কিছু নেতা ছিলেন৷ তবে দেরিতে পৌঁছানোয় যোগাসনে যোগ নিতে পারেননি বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি দীপেন্দ্রনাথ প্রামাণিক৷ তাঁর সাফাই, “বৃষ্টির জন্য দেরি হয়ে যায়। যখন পৌঁছলাম তখন দেখি যোগাসন প্রায় শেষের পথে৷ তাই আর যোগ নেওয়া হল না৷”

মালদহে জেলা বিজেপি নেতৃত্ব এই দিবস পালন করেন। ছিলেন বিজেপির জেলা সভাপতি সুব্রত কুণ্ডু সহ একাধিক নেতা। এ ছাড়া সত্যচৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে প্রাক্তন সৈনিকদের উদ্যোগেও যোগ দিবস হয়। যোগ দিবস অনুষ্ঠিত হয় মালদহ টাউন স্টেশনেও। এ ছাড়া ইংরেজবাজার শহরের বিভিন্ন ব্যায়াম সমিতির উদ্যোগেও পালিত হয় বিশ্ব যোগ দিবস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yoga Day BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE