পুর নির্বাচনে ওয়ার্ড দখলে রাখতে বাইরে থেকে অপরাধীদের আমদানি করছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ করলেন বাম নেতারা।
সোমবার শিলিগুড়়ির পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে দেখা করে তাঁকে এ বিষয়ে পদক্ষেপ করার অনুরোধ জানান তাঁরা। যদিও এমন অভিযোগে ক্ষিপ্ত তৃণমূলের জেলা সম্পাদক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। অভিযোগ প্রমাণ করতে না পারলে বাম নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দেন তিনি। এছাড়়াও পুলিশ বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে বলেও এদিন অভিযোগ জানান পুলিশ কমিশনারের কাছে। এমনকী নিউ জলপাইগুড়়ি স্টেশন চত্বরে তৃণমূলের স্থানীয় নেতা বিজন নন্দী সহ অন্যান্য তৃণমূল নেতারা বাম সমর্থক ট্যাক্সি চালকদের স্ট্যান্ডে ঢুকতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন দার্জিলিং জেলা বামফ্রন্টের নেতারা।
এ দিন পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান করতে হাজির ছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার সহ বাম শরিক দলের শীর্ষ নেতারাও।
জীবেশবাবু বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কয়েকটি ওয়ার্ডে বাইরে থেকে অপরাধী আমদানি করে অশান্তি ছড়়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কমিশনারকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’’ কোন কোন ওয়ার্ডে সমস্যা বেশি তাও চিহ্নিত করে দিয়েছেন তিনি। ৪, ৩২, ৩৫ এবং ৪৬ নম্বর ওয়ার্ডে অপরাধমূলক ঘটনা ঘটার আশঙ্কা দেখতে পাচ্ছেন তাঁরা বলে জানিয়েছেন। তাঁদের এই দাবিতে ক্ষুব্ধ তৃণমূল জেলা সভাপতি গৌতম দেব। তিনি বলেন, ‘‘যাঁরা এই অভিযোগ তুলছেন, তাঁদের প্রমাণ দাখিল করতে হবে। যদি তা না পারেন তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব তাঁদের বিরুদ্ধে।’’
বাম সমর্থক টাক্সিচালকদের এনজেপিতে ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। জীবেশবাবু বলেন, ‘‘হয় তৃণমূল করতে হবে, না হয় এনজেপি ট্যাক্সি স্ট্যান্ডে ঢুকতে দেওয়া হবে না বলে তৃণমূলের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির নেতা বিজন নন্দী হুমকি দিচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ উঠেছে। এর প্রতিকার দাবি করেছি।’’ যদিও বামেদের আই দাবি যুক্তিহীন ও প্রচারের কৌশল বলে তিনি দাবি করেছেন বিজনবাবু। তিনি বলেন, ‘‘আমি দলের প্রচারে ব্যস্ত। এ সব কোন বিষয়ে আমার কোনও ধারণা নেই। তা ছাড়়া নিউ জলপাইগুড়়ি স্টেশন চত্বরে বাম সমর্থক রয়েছেন বলে আমি জানি। তাদের কোনওদিন কোনও রকম হুমকি তো দূর অস্ত বাধাও দেওয়া হয়নি।’’
তৃণমূল কংগ্রেসে কোনও অভিয়োগ করলে পুলিশ অতি সক্রিয় হয়ে মামলা রুজু করছে বলে তাপসবাবু, উজ্জ্বলবাবুরা অভযোগ করেন। অন্য দলের অভিযোগকে তেমন গুরুত্ব দিচ্ছেন না তাঁরা বলে অভিযোগ জানানো হয়েছে। শিলিগুড়়ির পুলিশ কমিশনার বলেন, ‘‘তাঁদের অভিযোগপত্র পেয়েছি। পুলিশ কড়়া নজর রাখছে। কোনও রকম পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে না। তবে ওঁদের অভিযোগগুলি খতিয়ে দেখা হবে।’’