Advertisement
E-Paper

কমিশনের গুঁতোতেই বোমা উদ্ধার

মাত্র কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষক শিলিগুড়ি এলাকায় একটিও বোমা উদ্ধার হয়নি কেন সেই প্রশ্নে বৈঠকের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। শিলিগুড়িতে কী অপরাধ জগতে বোমার চল নেই বলে বিরক্তি প্রকাশও করেছিলেন পর্যবেক্ষক।

সংগ্রাম সিংহ রায়

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০১:৩৬

মাত্র কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষক শিলিগুড়ি এলাকায় একটিও বোমা উদ্ধার হয়নি কেন সেই প্রশ্নে বৈঠকের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। শিলিগুড়িতে কী অপরাধ জগতে বোমার চল নেই বলে বিরক্তি প্রকাশও করেছিলেন পর্যবেক্ষক। তাতে শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মাকে অপ্রস্তুত হন বলে সরকারি সূত্রের খবর। এর পরেই তেড়েফুঁড়ে আসরে নামে শিলিগুড়ির নানা এলাকার পুলিশ।

কিন্তু, শনিবার পর্যন্ত সাফল্য মিলেছে শুধু মাটিগাড়া থানার। সেখানে উদ্ধার হয়েছে ৪টি তাজা বোমা। বোমার কারবারে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রিভলবার ও দু’রাউন্ড তাজা গুলিও। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযুক্তকে চাঁদমণি সেতুর কাছ থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অজয় দে। তার বাড়ি মাটিগাড়ারই বিশ্বাস কলোনিতে। তার সঙ্গে একটি ব্যাগে ওই বোমা চারটি ছিল বলে জানা গিয়েছে। রিভলবারটি কোমরে ছিল ও পকেটে গুলি পাওয়া যায়। পুলিশ জানিয়ে‌ছে, তাঁদের পৌঁছাতে কয়েক মিনিট দেরি হলেই অভিযুক্তকে ধরা সম্ভব হত না। পুলিশ কমিশনার বলেন, ‘‘আমাদের কাছে নির্দিষ্ট খবর ছিল। তার ভিত্তিতেই এদিন অভিযান চালানো হয়। আরও কিছু খবর রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অজয় অনেকদিন ধরে পুলিশের ফেরার তালিকায় রয়েছে। তার বিরুদ্ধে মাটিগাড়া থানাতেই খুন, ছিনতাই, রাহাজানি ও ডাকাতির অন্তত কুড়িটি মামলা রয়েছে। কয়েক মাস আগে ছিনতাইয়ের মামলায় মাটিগাড়া থানাতেই ধরা পড়ে শিলিগুড়ি সংশোধনাগারে ছিল। এক মাস আগে জামিনে ছাড়া পায়। পেয়েই মাটিগাড়ার একটি নার্সিংহোমের সামনে থেকে এক রোগীর পরিবারের টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হয়। তারপর থেকে ফেরার ছিল অভিযুক্ত। পুলিশের কাছে খবর ছিল নির্বাচনের আগে এলাকায় বোমা ও পিস্তল আমদানি করছে একটা চক্র। তার পরেই সূত্র মারফত খবর পেয়ে মাটিগাড়া থানার ওসি দীপাঞ্জন দাস অভিযানে নামেন।

জানা যায়, এলাকা ছেড়ে বেড়িয়ে যাচ্ছে খবর পেয়েই ভোরে তড়িঘড়ি অভিযানে নামা হয়। পুলিশের দাবি, ধৃত নিজে নেশাগ্রস্ত। নেশার খরচ যোগাতেই অপরাধে হাতখড়ি। এর আগেও পিস্তল আমদানি করে এলাকা ও বাইরে বিক্রি করেছে বলে জানা গেলেও হাতেনাতে পিস্তল বা বোমা সহ ধরা যায়নি। নির্বাচনের আগে কোনও রাজনৈতিক দলের হয়ে এই বোমা আমদানি করেছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। কমিশনার জানিয়ে দিয়েছেন, নির্বাচনে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। নিয়মিত নজরদারি চালানো হবে।

বালাসন কলোনি, পালপাড়া, গভর্নমেন্ট কলোনি, পাথরঘাটা, তুম্বাজোত, পতিরাম, আঠারোখাই, লেনিনপুর এলাকায় বোমা ঢুকছে বলে খবর রয়েছে। এলাকগুলিতে সাদা পোশাকের পুলিশ দিয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে মাটিগাড়া থানা বলে পুলিশ সূত্রে খবর। এর আগে দেড় মাস আগে সঞ্জীব সরকার, দাড়িফুল রহমান ও জাভেদ মহম্মদ নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল। এদেরই দলের সদস্য এদিন ধৃত অজয়। এরাই ধৃত ও আরও কয়েকজনের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়েছে। তাদেরও খোঁজা হচ্ছে।

গত ২১ মার্চ কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক চন্দ্র ভূষণ কুমার প্রশাসনের সঙ্গে বৈঠকে বোমা, পিস্তল উদ্ধার না হওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তার পরে সব কটি এলাকায় তল্লাশি যে কয়েক গুণ বাড়ানো হয়েছে সেটাও দাবি করেছে পুলিশ।

assembly election 2016 recovered live bomb Siliguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy