Advertisement
E-Paper

প্রচারে জমজমাট দার্জিলিং

ভোটের বাকি আরও ১২ দিন। তবে দার্জিলিং বিধানসভা উপনির্বাচনের প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। ওই কেন্দ্রে মূল লড়াই হচ্ছে তৃণমূল সমর্থিত মোর্চার প্রার্থী বিনয় তামাংয়ের সঙ্গে বিমলপন্থী মোর্চা ও জিএনএলএফ সমর্থিত বিজেপি প্রার্থী নীরজ জিম্বার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ০২:৩৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভোটের বাকি আরও ১২ দিন। তবে দার্জিলিং বিধানসভা উপনির্বাচনের প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। ওই কেন্দ্রে মূল লড়াই হচ্ছে তৃণমূল সমর্থিত মোর্চার প্রার্থী বিনয় তামাংয়ের সঙ্গে বিমলপন্থী মোর্চা ও জিএনএলএফ সমর্থিত বিজেপি প্রার্থী নীরজ জিম্বার। যদিও জয়ের ব্যাপারে আশা ছাড়তে রাজি নয় জন আন্দোলন পার্টির (জাপ) প্রার্থী অমর লামা সহ নির্দল প্রার্থীরাও। সকলেই তাই প্রচার করছেন নিজেদের ঢংয়ে। কেউ প্রচুর সমর্থকদের সঙ্গে পদযাত্রায় বের হচ্ছেন, কেউ একাই ঘুরছেন শ্রমিক মহল্লার বাড়ি বাড়ি।

এ দিন বিভিন্ন চা বাগানে ঘুরে ঘুরে প্রচার করেন বিনয়। সকাল থেকেই পেমবং, সালু সহ বিভিন্ন চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। দলীয় ইস্তাহারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসাবেই চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি চালুর দাবিকে প্রাধান্য দিয়েছেন তাঁরা। এ দিন শ্রমিকদের সে কথাও জানান বিনয়। বিনয় শিবিরের অন্যতম সেনাপতি অনীত থাপাও এ দিন ৮টি সভা করেছেন বলেই জানিয়েছেন মোর্চা নেতারা। তাকভর ভ্যালি, সিংমারি, ৪ নম্বর ডিভিশনে সভা করেন অনীত। বাসিন্দাদের সমস্যা নিয়ে কথা বলেন। ভোটের পরে এলাকাভিত্তিক কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। পুল বিজনবাড়ি, সুকিয়াতেও বিনয়ের সমর্থনে সভা হয়।

বিনয়ের দাবি, লিজাহিলবাটে বেশ কিছু মানুষ জিএনএলএফ ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রচুর মানুষের সাড়া পাচ্ছি। রেকর্ড ভোটে জয়ী হব।’’

পিছিয়ে নেই নীরজও। এদিন এক ডজনেরও বেশি ছোট ছোট সভায় যোগ দিয়েছেন বিজেপি জোট প্রার্থী। করেছেন ৫ টি পদযাত্রা। এদিন সকালে দার্জিলিং শহর লাগোয়া ডালিতে পদযাত্রা করে প্রচার শুরু করেন নীরজ। চা বাগানের পাশাপাশি বস্তি এলাকাতে বাড়ি বাড়ি ঘুরেও প্রচার করেন তিনি। পোখরিবাং, সুকিয়া, তাকভর, দার্জিলিং শহরেও নীরজের সমর্থনে সভা হয়। বিমলপন্থী মোর্চার মুখপাত্র বিপি বজগাই, বিজেপির পাহাড় কমিটির সভাপতি মনোজ দেওয়ানও নীরজের হয়ে বিভিন্ন সভায় বক্তব্য রাখেন। নীরজ বলেন, ‘‘পাহাড়ের যে সব মানুষ এতদিন ভয়ে ছিলেন, তাঁরা ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আমার সমর্থনে মিছিল করছেন। জয় নিশ্চিত।’’

অমর লামার সমর্থনে এ দিন চকবাজার, পোখরিবংয়ে সভা করে জাপ। দলের কেন্দ্রীয় কমিটির নেতারা সভায় বক্তব্য রাখেন। এ ছাড়াও শহরে বাড়ি বাড়ি ঘুরে প্রচারেও অংশ নেন দলের নেতারা। অমর বলেন, ‘‘মানুষ তৃণমূল, বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে বিরক্ত। তাঁরা বিকল্প হিসাবে আমাদেরই চাইছেন।’’

নির্দল প্রার্থী স্বরাজ থাপাকে সমর্থন করেছে কংগ্রেস ও সিপিআরএম। এ দিন স্বরাজের সমর্থনে দার্জিলিংয়ে মিছিল হয়। চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিল শহরের একটি অংশ হয়ে কাকঝোরা, ভিক্টোরিয়া ফলস ঘুরে শহরের অন্য প্রান্তে শেষ হয়। মিছিলে কংগ্রেসের প্রাক্তন সাংসদ দাওয়া নরবুলা, সিপিআরএমের মুখপাত্র গোবিন্দ ছেত্রী উপস্থিত ছিলেন। আর এক নির্দল প্রার্থী সারদা রাই সুব্বাও এদিন দার্জিলিং শহরের বিভিন্ন এলাকায় বাড়ি, দোকানে ঘুরে ঘুরে ভোট চান।

Lok Sabha Election 2019 Darjeeling Election Campaign
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy