দুর্গ বা কেল্লা বললে একটু বাড়াবাড়ি হবে ঠিকই। কিন্তু চারপাশের কঠিন নিরাপত্তার জাঁকজমক দেখলে সেটা মনে না পড়া ছাড়া উপায় নেই। পুরো চত্বর বাঁশের ব্যারিকেডে ঘেরা। আছে বাঁশের ড্রপগেটও। গণনাকেন্দ্রের গেটের সামনে বালির বস্তা দিয়ে তৈরি বাঙ্কার। সেখানে এসএলআর হাতে অন্তত জনাছয়েক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। মূল ভবনের পিছনের একটি ভবনে ঠিক একই ভাবে আরও একটি বাঙ্কার ও সামনে অন্তত জনাচারেক জওয়ান। এ ছাড়া ল্যাবরেটরি ভবনের সামনে আরও একটি বাঙ্কারের সামনে দাঁড়িয়ে অন্তত পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বাঁশের ব্যারিকেডের চারপাশে রাজ্য পুলিশ তো রয়েছেই। পুরো চত্বর জুড়ে সিসি ক্যামেরাও। এটা মালদহ পলিটেকনিক কলেজ, মালদহ দক্ষিণ কেন্দ্রের গণনাকেন্দ্র।
আজ, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু ভোট গণনা। তার আগে বুধবার দুপুরে সেখানকার নিরাপত্তার এমনই চেহারা দেখা গেল। শুধু কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি নজরদারিই নয়, স্ট্রংরুমগুলিকে ঘিরে নজরদারি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও। তাঁরাও স্ট্রংরুমের বাইরে রাখা সিসি ক্যামেরার ডিসপ্লে বোর্ডে চোখ রেখে বসে আছেন দিনভর। বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীও এ দিন স্ট্রংরুমগুলি ঘুরে দেখেন। বিজেপিরও তিন কর্মী পালা করে সেখানে রয়েছেন। কংগ্রেস কর্মী রাজকুমার কর্মকার বলেন, “তিনজন কর্মী ২৪ ঘণ্টা নজরদারি রাখছি স্ট্রংরুমে।” এদিকে ভোট গণনার শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন দুপুরে সেখানে হাজির হন সাধারণ পর্যবেক্ষক ওনিত পানিয়াং থেকে শুরু করে এই কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক কৌশিক ভট্টাচার্যও। এ দিন কৌশিক বলেন, “কড়া নিরাপত্তা ব্যবস্থাতেই গণনা হবে। গণনার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।”
একই কড়াকড়ি উত্তর মালদহ কেন্দ্রের গণনাকেন্দ্র মালদহ কলেজেও। এখানেও বালির বস্তা দিয়ে তৈরি করা হয়েছে বাঙ্কার। বাঙ্কারের পিছন থেকে নজরদারি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। অপরদিকে, স্ট্রংরুমে সিসি টিভির মাধ্যমে নজরদারি চালাচ্ছেন রাজনৈতিক দলের কর্মীরা। স্ট্রংরুমের পাহারায় রাত জাগছেন তাঁরা। প্রশাসন ও রাজনৈতিক দলের কড়া নজরদারিতে রয়েছে এই কলেজ।