মদন তামাঙ্গ হত্যা মামলায় অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুঙ্গদের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া ২৪ জুলাই পর্যন্ত মুলতুবি রাখল কলকাতার নগর দায়রা আদালত।
এই মামলার তদন্ত করেছে সিবিআই। বিমল গুরুঙ্গ-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে গত বছর চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর আগে বিমল গুরুঙ্গরা মূল মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতার নগর দায়রা আদালতে আবেদন করেন।
সোমবার সেই আবেদনের শুনানি ছিল। বিমল গুরুঙ্গদের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ও সায়ন দে এ দিন আদালতে জানান, তাঁরা সওয়াল করতে প্রস্তুত রয়েছেন। তাঁদের মক্কেলরা চাইছেন, মামলার দ্রুত নিষ্পত্তি হোক।