Advertisement
E-Paper

গম্ভীরায় প্রচার মাতৃসদনের

মাতৃসদনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা পেতে বাসিন্দারা যাতে শহরে চলা চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন, সেটাও প্রচারে আনা হবে। পুরপ্রধান মাতৃসদনে জেলার দ্বিতীয় ব্লাড ব্যাঙ্কও চালু করতে চান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০৯:২০
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

মাতৃসদনের পরিষেবা বাসিন্দাদের জানাতে এ বার মালদহের বিখ্যাত লোকশিল্প গম্ভীরার শরণাপন্ন হচ্ছে ইংরেজবাজার পুরসভা। গম্ভীরার মাধ্যমে শহর জুড়ে পরিষেবার প্রচার চালানো হবে। রবিবার দুপুরে মাতৃসদনে নতুন চক্ষু বিভাগের উদ্বোধন করে এমনই ইঙ্গিত পুর কর্তৃপক্ষের। শুধু তাই নয়, মাতৃসদনে জেলার দ্বিতীয় ব্লাড ব্যাঙ্কও খুলতে আগ্রহী পুরসভা।

ইংরেজবাজার শহরের বিবেকানন্দপল্লিতে রয়েছে পুরসভা পরিচালিত মাতৃসদনটি। সেখানে এখন প্রসূতি ও সার্জারি বিভাগের ইন্ডোর চালু। সব মিলিয়ে ১৮টি শয্যা। এ ছাড়া আউটডোর রয়েছে, সেখানে রবিবার বাদে রোজ শিশু, চক্ষু, দন্ত, সার্জেন, ফিজিশিয়ান ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন। এ ছাড়া এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফিও হয়। এ দিন ভবনের নতুন করে তৈরি করা তিন তলায় চালু হল ১৫ শয্যার চক্ষু বিভাগ। উদ্বোধন করেন পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষ। এখানে ৯টি শয্যা পুরুষদের ও ৬টি মহিলাদের জন্য। এখন থেকে চোখে অস্ত্রোপচারও হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুরপ্রধান বলেন, ইংরেজবাজার শহরের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবায় মাতৃসদন বলে যে একটি প্রতিষ্ঠান রয়েছে, তা শহরের অনেকেরই অজানা। ফলে মাতৃসদনে শহরের রোগীদের যে ভিড় হওয়ার কথা, তা হচ্ছে না। তিনি বলেন, ‘‘সেই কারণেই মাতৃসদনে আরও পরিষেবা বাড়ানোর পাশাপাশি, মাতৃসদনের প্রচারেও গুরুত্ব দেওয়া হবে।’’

উপ-পুরপ্রধান দুলাল সরকার মনে করেন, তাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপর থেকে চাপ কমবে। পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার শুভময় বসু বলেন, ‘‘লিফলেট বা মাইকিং করে অনেক প্রচার হয়েছে। কিন্তু কাজ হয়নি। তাই ওয়ার্ডে ওয়ার্ডে গম্ভীরা গানের আয়োজন করব।’’ মাতৃসদনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা পেতে বাসিন্দারা যাতে শহরে চলা চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন, সেটাও প্রচারে আনা হবে। পুরপ্রধান মাতৃসদনে জেলার দ্বিতীয় ব্লাড ব্যাঙ্কও চালু করতে চান।

Matri Sadan Gambhira folk art Malda মালদহ Health Service
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy