ফের উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার উত্তর দিনাজপুরে। সরকারি সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ১ অগস্ট বাগডোগরা হয়ে ইসলামপুরে গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জনসভা করারও কথা রয়েছে তাঁর। রাতে উত্তর দিনাজপুরে না থেকে শিলিগুড়ির উত্তরকন্যায় থাকতে পারেন তিনি। সেখানে পাহাড় পরিস্থিতি নিয়ে পাহাড়-সমতলের নেতাদের সঙ্গেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।
উত্তর দিনাজপুরের জেলা শাসক আয়েশা রানি বলেন, ‘‘এই জেলাতে প্রশাসনিক বৈঠক ও জনসভা করার কথা রয়েছে। তার জন্য কিছু মাঠ দেখা হয়েছে।’’ প্রাথমিক ভাবে ইসলামপুরের একটি স্কুলের মাঠ বাছাই হয়েছে। চোপড়াতেও কয়েকটি জায়গা দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
গত বছর উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর মাঠে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এ বার সাম্প্রতিক দুটি গণ্ডগোলের জেরে উত্তর দিনাজপুরের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। রায়গঞ্জে আদিবাসী সম্প্রদায়ের দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তাণ্ডবের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
চোপড়ায় তৃণমূল বিজেপির সাম্প্রতিক গন্ডগোল ঘিরে এলাকায় ক্ষোভ রয়েছে। মঙ্গলবারই চোপড়ায় সভা করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফলে, চোপড়ায় মুখ্যমন্ত্রীর সভা হতে পারে বলে তৃণমূলের অনেকে মনে করছেন।
রাজ্যের গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি জানান, ইসলামপুরে বৈঠক করার কথা রয়েছে। ইসলামপুরের বিধায়ক তথা ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল জানান, ১ আগস্ট প্রশাসনিক বৈঠক কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি।