Advertisement
E-Paper

মমতার বার্তায় তৎপরতা বণিক মহলে

বড় পাটকল এবং ধানের তূষ থেকে তেল তৈরির কারখানা সহ ছোটবড় একগুচ্ছ শিল্পের জন্য প্রায় ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব জমা পড়লো দক্ষিণ দিনাজপুরে। শনিবার বিকেলে বালুরঘাটে শিল্প সম্ভাবনা নিয়ে জেলার ৬০ জন উদ্যোগপতি ও ব্যবসায়ীকে নিয়ে বৈঠক করে জেলা প্রশাসন। এখানেই গঙ্গারামপুর থেকে পতিরাম এলাকাকে শিল্পতালুক গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০২:২৮

বড় পাটকল এবং ধানের তূষ থেকে তেল তৈরির কারখানা সহ ছোটবড় একগুচ্ছ শিল্পের জন্য প্রায় ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব জমা পড়লো দক্ষিণ দিনাজপুরে। শনিবার বিকেলে বালুরঘাটে শিল্প সম্ভাবনা নিয়ে জেলার ৬০ জন উদ্যোগপতি ও ব্যবসায়ীকে নিয়ে বৈঠক করে জেলা প্রশাসন। এখানেই গঙ্গারামপুর থেকে পতিরাম এলাকাকে শিল্পতালুক গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

এ দিন গঙ্গারামপুরের উদ্যোগপতি রঞ্জন পাল যেমন তার ২০ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির উদ্যোগ নিয়ে এগোলেন, তেমন পতিরাম এলাকার ব্যবসায়ী মিন্টু সাহা তূষ থেকে তেল তৈরির বড় প্রকল্প গড়ার প্রস্তাব জমা দিলেন। পোল্ট্রি ও ফিসফিড তৈরির বড় উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন তাপস মহন্ত। পাশাপাশি ব্যাঙ্ক, বিদ্যুত এবং জমির চরিত্র বদলের সমস্যাও তুলে ধরেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। জেলা সভাধিপতি ললিতা টিগ্গা বলেন, ‘‘বড় পাটকল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কিষানমান্ডিগুলিতে সবজি ও ফল সংরক্ষণে বহুমুখী হিমঘর তৈরির প্রকল্প নিয়েও উদ্যোক্তারা এগিয়ে এসেছেন।

সিআইআই (কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ড্রাস্ট্রিস) এর চেয়ারম্যান নরেশ অগ্রবাল, উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিআইআইয়ের প্রতিনিধি লক্ষ্মী কৌশল, জেলাশাসক, সভাধিপতি সহ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে এ দিন প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক চলে। পরে ভারপ্রাপ্ত জেলাশাসক অমলকান্তি রায় বলেন, ‘‘এ দিন জেলার ২২ জন উদ্যোগপতি ও ব্যবসায়ী খসড়া প্রকল্প জমা দিয়েছেন। অন্তত ২০০ কোটি টাকার প্রকল্প জমা পড়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি বিপ্লব মিত্র এবং ম্যাকিনটস বার্নের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী। উদ্যোক্তাদের সব রকম সহায়তার আশ্বাস দেন। গত বুধবার বুনিয়াদপুরে জেলায় শিল্প স্থাপনে গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বার্তা পেয়েই প্রশাসন তৎপর হয়।

এ দিন সিআইআই এর চেয়ারম্যান নরেশ অগ্রবাল জানান, ১৮ এবং ১৯ মে শিলিগুড়িতে দু’দিনের শিল্প বাণিজ্য সম্মেলন হবে। প্রস্তাবিত প্রকল্পগুলির রিপোর্ট নিয়ে শিলিগুড়ির ওই বৈঠকে সবাইকে উপস্থিত থাকতে বলেন।

মালদহেও শিল্পোদ্যোগীদের সঙ্গে সিআইআইয়ের বৈঠক হয়। সিআইআইয়ের উত্তরবঙ্গ জোনের চেয়ারম্যান রাজীব লোচন বলেন, ‘‘উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প গড়ার সম্ভাবনা ও সমস্যা নিয়ে শিলিগুড়ির সামিটে আলোচনা করা হবে। উত্তরবঙ্গের অন্য জেলার সঙ্গে মালদহ জেলার শিল্পদ্যোগী ও ব্যবসায়ী মহলও কৃষিভিত্তিক শিল্প গড়ার লক্ষ্যে এগিয়ে আসবেন।’’ সেই সম্মেলনকে সফল করতে উত্তরের আট জেলায় তাঁরা বৈঠক করছেন বলেও জানান।

Mamata Banerjee West Bengal CM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy