Advertisement
০৫ মে ২০২৪

নির্বাচনের বিধি ভাঙলেন মন্ত্রী, নালিশ রায়গঞ্জে

নির্বাচনী আচরণবিধি জারি করার ২৪ ঘণ্টার মধ্যেই তা ভাঙার অভিযোগ উঠল রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার অরূপবাবু নির্দেশ দিয়েছেন, ইসলামপুর ও ইটাহারে এক মাসের মধ্যে কিষানমান্ডি চালু করতে হবে। কিন্তু ইসলামপুরে ২৫ এপ্রিল পুরভোট।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২০ মার্চ ২০১৫ ০৩:৪৫
Share: Save:

নির্বাচনী আচরণবিধি জারি করার ২৪ ঘণ্টার মধ্যেই তা ভাঙার অভিযোগ উঠল রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার অরূপবাবু নির্দেশ দিয়েছেন, ইসলামপুর ও ইটাহারে এক মাসের মধ্যে কিষানমান্ডি চালু করতে হবে। কিন্তু ইসলামপুরে ২৫ এপ্রিল পুরভোট। পুরভোট রয়েছে রায়গঞ্জ মহকুমার কালিয়াগঞ্জেও। বুধবার সেই ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রশাসন সূত্রের খবর, ওই বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জেলায় নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই আচরণবিধি কার্যকর থাকবে। এই পরিপ্রেক্ষিতে অরূপবাবুর নির্দেশ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের বক্তব্য, এই আচরণবিধি কার্যকর থাকাকালীন রাজ্য সরকার যেখানে যেখানে পুরভোট রয়েছে, সে সব এলাকায় উন্নয়নমূলক কোনও সরকারি প্রকল্প চালুর ঘোষণা বা উদ্বোধন করতে পারে না। অরূপবাবু কিষানমান্ডি চালুর নির্দেশ দিয়ে সেই বিধি ভঙ্গ করেছেন।

সিপিএম জানিয়েছে, শুক্রবার মন্ত্রীর বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানানো হবে। জেলাশাসক বলেন, “জেলায় নির্বাচনী আচরণবিধি চালু রয়েছে। অভিযোগ পেলে নির্বাচন কমিশনের বিধি মেনে পদক্ষেপ করা হবে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের দাবি, পুরসভা নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে মন্ত্রী ইসলামপুর ও রায়গঞ্জ মহকুমায় দু’টি কিষানমান্ডি চালুর নির্দেশ দিয়েছেন। বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরীও বলেন, নির্বাচনী প্রচারে সর্বত্র বিষয়টি তুলে ধরা হবে।

অরূপবাবুর অবশ্য দাবি, কিষানমান্ডি চালুর নির্দেশ দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন কি না, তা তাঁর জানা নেই। তিনি বলেন, “যদি আচরণবিধি ভঙ্গ করে থাকি, তা হলে প্রশাসন যা ঠিক মনে করবে, তাই করবে।” সেই সঙ্গে তাঁর বক্তব্য, “চাষিরা ফড়েদের পাল্লায় পড়ে উৎপাদিত ফসল লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তাই এই নির্দেশ দিয়েছি।” ইটাহারের জেলা পরিষদ সদস্য তথা যুব তৃণমূলের জেলা সভাপতি গৌতম পাল জানান, প্রায় ১২ কোটি টাকা খরচে দু’টি কিষানমান্ডি তৈরি করা হয়েছে। তিনি বলেন, “আগামী ১৫ এপ্রিলের মধ্যে মন্ত্রী সেগুলি চালুর নির্দেশ দিয়েছেন।”

অরূপবাবু বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ার সার্কিট হাউসে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ, করণদিঘি, ইসলামপুর ও গোয়ালপোখর-২ ব্লকের কিষাণমান্ডি তৈরির অগ্রগতি খতিয়ে দেখতে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা কৃষি বিপণন দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তখনই ওই কিষাণমান্ডি দু’টি তৈরির নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE