Advertisement
২০ এপ্রিল ২০২৪

চিতাবাঘ শাবককে হত্যায় উদ্বিগ্ন মন্ত্রী

বৃহস্পতিবার কালচিনির রাধারানি চা বাগানে এক বছর বয়সের একটি চিতাবাঘের শাবকের দেহ উদ্ধার হয়৷ শাবকটির দেহে আঘাতের চিহ্ন থাকায় তখনই বন দফতরের কর্তাদের সন্দেহ হয়েছিল সেটিকে পিটিয়ে মারা হতে পারে৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পর বনকর্তারা নিশ্চিত হন, চিতাবাঘের শাবকটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে৷ শাবকটির মাথায় গভীর আঘাতের পাশাপাশি মেরুদণ্ডও ভেঙে গিয়েছিল বলে বন দফতর সূত্রের খবর৷

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০২:৫১
Share: Save:

চা বাগানের ভিতরে এক চিতাবাঘের শাবককে পিটিয়ে মারার ঘটনায় উদ্বিগ্ন বন দফতরের কর্তারা৷ এ ধরনের ঘটনা রুখতে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে সচেতনতা প্রচার বাড়াতে দফতরের কর্তাদের নির্দেশ দিলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন৷

বৃহস্পতিবার কালচিনির রাধারানি চা বাগানে এক বছর বয়সের একটি চিতাবাঘের শাবকের দেহ উদ্ধার হয়৷ শাবকটির দেহে আঘাতের চিহ্ন থাকায় তখনই বন দফতরের কর্তাদের সন্দেহ হয়েছিল সেটিকে পিটিয়ে মারা হতে পারে৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পর বনকর্তারা নিশ্চিত হন, চিতাবাঘের শাবকটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে৷ শাবকটির মাথায় গভীর আঘাতের পাশাপাশি মেরুদণ্ডও ভেঙে গিয়েছিল বলে বন দফতর সূত্রের খবর৷

গত বছর নভেম্বর মাসে মালবাজারের বেতগুড়ি চা বাগানে একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছিল৷ বিভিন্ন মহল থেকে সেই সময় সন্দেহ প্রকাশ করা হয়েছিল, চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে৷ কিন্তু বন দফতরের কর্তারা দাবি করেন, একটি হাতি চিতা বাঘটিকে পা দিয়ে পিষে মারে৷

এ বছর ফেব্রুয়ারি মাসে জলপাইগুড়িরই মৌলানির চিলচিলিডাঙা এলাকা থেকে একটি পূর্ণবয়স্ক চিতা বাঘের দেহ উদ্ধার হয়৷ সেই সময় বন দফতরের কর্তারা প্রাথমিকভাবে সন্দেহ করেছিলেন, বিষক্রিয়ায় চিতা বাঘটির মৃত্যু হয়েছে৷ কিন্তু পরবর্তীতে ময়না তদন্তে দেখা যায় লাঠি দিয়ে পিটিয়ে বাঘটিকে মারা হয়েছে৷ যার জেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা৷ বন দফতর সূত্রের খবর, কালচিনির রাধারানি চা বাগানে চিতা বাঘের শাবককে পিটিয়ে মারার ঘটনাতেও এদিন কালচিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ কিন্তু বার বার এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে দফতরের কর্তাদের একাংশের৷

বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “চিতাবাঘকে পিটিয়ে মারার ঘটনা রুখতে বিভিন্ন চা বাগান এলাকায় মাঝে মধ্যেই সচেতনতামূলক প্রচার চালান হয়৷ চা বাগান মালিকদের সঙ্গেও আমাদের দফতরের আধিকারিকরা নিয়মিত বসেন৷ তারপরও এমন ঘটনা দূঃখজনক৷” কালচিনির এই ঘটনার জেরে দফতরের আধিকারিকদের বাগানে গিয়ে শ্রমিকদের মধ্যে আরও বেশি করে সচেতনতা প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি৷

বন দফতরের কর্তারা জানিয়েছেন, রাধারানি চা বাগানে চিতাবাঘের শাবককে পিটিয়ে মারার পর তার দেহটি বাগানের একটি ফাকা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল৷ বৃহস্পতিবার উদ্ধারের সময় দেহের খানিকটা অংশে পচনও ধরে যায়৷ বন দফতরের পানা রেঞ্জের আধিকারিক অশিস মণ্ডল বলেন, “উদ্ধারের দুই-তিন আগে সম্ভবত শাবকটিকে মারা হয়৷ ঘটনায় জড়িতদের খুঁজতে বন দফতরও তদন্ত শুরু করেছে৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Leopard Cub
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE