Advertisement
E-Paper

পর্যটন কেন্দ্র চান বিধায়ক সৌরভ

আলিপুরদুয়ার জেলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়ার কথা জানালেন আলিপুরদুয়ারের নব নির্বাচিত বিধায়ক সৌরভ চক্রবর্তী। শুক্রবার কালীঘাটে নির্বাচিত বিধায়কদের বৈঠকের পর শনিবার কলকাতা থেকে আলিপুরদুয়ার ফিরে একথা জানান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৬ ০২:২৭
সংবর্ধনা সৌরভকে। —নিজস্ব চিত্র।

সংবর্ধনা সৌরভকে। —নিজস্ব চিত্র।

আলিপুরদুয়ার জেলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়ার কথা জানালেন আলিপুরদুয়ারের নব নির্বাচিত বিধায়ক সৌরভ চক্রবর্তী। শুক্রবার কালীঘাটে নির্বাচিত বিধায়কদের বৈঠকের পর শনিবার কলকাতা থেকে আলিপুরদুয়ার ফিরে একথা জানান তিনি।

এ দিন দুপুরে আলিপুরদুয়ার জংশন স্টেশনে কয়েক হাজার কর্মী সমর্থক তাঁকে স্বাগত জানান। সৌরভবাবুকে মোটরবাইক র‌্যালি করে শহরের দলীয় কার্যালয়ে নিয়ে যান সমর্থকরা। সমর্থকদের কোনও প্রকার অশান্তি না ছড়ানোর দিকে নজর রাখতে বলেন সৌরভবাবু। ২৭মে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরে আলিপুরদুয়ার শহরে ঐতিহাসিক বিজয় মিছিল করা হবে বলে কর্মীদের আশ্বাস দেন তিনি। তিনি জানান, এখন থেকে বিরোধী শিবিরের যে কেউ চাইলে তৃণমূল কংগ্রেস যোগ দিতে পারবেন না। প্রথমে বুথ কমিটি, পরে অঞ্চল ও ব্লক নেতার অনুমোদন নিয়ে দলের জেলা নেতাদের কাছে আসতে হবে বলে জানান। নির্বাচনের আগে যেভাবে বুথে বুথে ঘুরেছিলেন সেইরকম ভাবেই বুথে বুথে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন বলে জানান সৌরভবাবু।

সৌরভবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীঘ্র আলিপুরদুয়ার জেলায় আসবেন। ২৫ জুন আলিপুরদুয়ার জেলার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে তাঁর আসার কথা।’’ স্থানীয় নেতাদের একাংশের আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে যোগ দিতে পারেন সৌরভ। আলিপুরদুয়ার ও জলাপাইগুড়ির ১২টি আসনের মধ্যে ১০টিতেই জয়লাভ করেছে তৃণমূল। যার কারিগর হিসেবে সৌরভ চক্রবর্তীর নামই করছেন স্থানীয় নেতা-কর্মীরা।

assembly election 2016 Sourab Chakroborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy