Advertisement
E-Paper

জয় পেল মহমেডান, ইউনাইটেডও

ইউনাইটেড স্পোর্টস ও কেনকার ফুটবল ক্লাবের খেলা। লাগাতার দুটি ম্যাচে হারার পর অবশেষে জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং। একই সঙ্গে জয়ে ফিরল ইউনাইটেড স্পোর্টসও। বড়় ব্যবধানে জিতে স্বভাবতই খুশি মহমেডান দল। এদিন তারা দুর্বল পিফা স্পোর্টসকে হারায় ৫-০ গোলে।

সংগ্রাম সিংহ রায়

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৫ ০২:১৩

ইউনাইটেড স্পোর্টস ও কেনকার ফুটবল ক্লাবের খেলা।

লাগাতার দুটি ম্যাচে হারার পর অবশেষে জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং। একই সঙ্গে জয়ে ফিরল ইউনাইটেড স্পোর্টসও। বড়় ব্যবধানে জিতে স্বভাবতই খুশি মহমেডান দল। এদিন তারা দুর্বল পিফা স্পোর্টসকে হারায় ৫-০ গোলে। সমসংখ্যক গোল করলেও তিনটি গোল হজম করতে হয়েছে ইউনাইটেডকে। কেনকার স্পোর্টসের মত দুর্বল দলের বিরুদ্ধে গোলের ব্যবধান বাড়়াতে না পারার আক্ষেপ থাকবে তাঁদের।

গত ম্যাচে আইজলের বিরুদ্ধে ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ফরোয়ার্ড লাইনের ব্যর্থতায় হারতে হয়েছিল বলে এদিও আক্ষেপ করেন মহমেডান কোচ অনন্ত ঘোষ। তাই এদিন তারকা বিদেশী ড্যানিয়েল বিদেমিকে শুরুতেই বসিয়ে দেন তিনি। আর তাতেই বাজিমাত করলেন এদিন। আগের দিন ড্যানিয়েলই একাধিক সুযোগ নষ্ট করে ম্যাচে গাড্ডায় ফেলেছিলেন বলে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন তাই পরিবর্তন ছিল শুধু সময়ের অপেক্ষা। এদিন অসীম বিশ্বাস ও আদেলেজাকে জোড়়া ফলা হিসেবে ব্যবহার করেন। পরের ম্যাচগুলোতে আপাতত এই ছকেই যাবেন বলে জানিয়ে দিলেন।

খেলার পর বলেন, ‘‘জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। তার উপরে ব্যবধান বাড়়িয়ে নিতে পারায় আলাদা জোর পাচ্ছি।’’ বিকেলের দিকে খোঁজ নিচ্ছিলেন রানীডাঙ্গায় চানমারি ও লোনস্টার কাশ্মীরের মধ্যে ম্যাচের ফল কী হয়েছে। এদিন চানমারি হেরে যাওয়ায় তাদের খানিকটা সুবিধা হল বলে মনে করছেন মহমেডান কর্তারা। তবে আইজল এদিনও জিতে যাওয়ায় চারে চার করে শীর্ষস্থান ধরে রাখল তারা। তবে প্রথমার্ধ দেখে বোঝা যায়নি এত বড়় ব্যবধানে জয় আসতে চলেছে।

প্রথমার্ধের ৩৩ মিনিটে আদিলেজার একমাত্র গোলে এগিয়ে ছিল মহমেডান। পরের অর্ধের ৫৯ মিনিটে আদিলেজা আরও একটি গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচ হারছেনই ধরে বুঝে যাওয়ার পর খেলা ছেড়়ে দেয় পিফা। সেই সুযোগে অসীম দুটি ও বিজেন্দ্র রাই স্কোরলাইনে বেসি করে অক্সিজেন দিয়ে রাখেন। তা লিগের শেষের দিকে কাজে লাগতে পারে।

এদিন ইউনাইটেড জিতলেও তাদের খেলা মন ভরাতে পারেনি উপস্থিত দশর্কদের। দু’পক্ষই অগোছালো ফুটবল খেলার ফল ৫-৩। যে যেমন পেরেছে জালে বল জড়়িয়েছে। রক্ষণ থেকে মাঝমাঠ কোনও দলেরই আলাদা করে বোঝা ায়নি। তুলনামূলক বেশিবার গোলে বল রাখার সুবাদে অবশ্য ইউনাইটেডের তিন পয়েন্ট পেতে অবশ্য কোনও অসুবিধা হয়নি। সহকারী কোচ অঞ্জনবাবুও জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও দলের খেলায় খুশি নন। ম্যাচের পর বিশেষ কথাও বলেননি তিনি। পরের খেলাগুলোতে মনোনিবেশ করতে চান বলে জানান তিনি।

Mohammedan sporting united sports siliguri news i league 2015 second division
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy