Advertisement
০৪ মে ২০২৪

মৃত্যু দিবসে চার্চে মাদারকে স্মরণ মনিকার

নাকোড় গ্রামের গির্জায় মোমের আলোয় সোমবার সন্ত মাদার টেরিজার মৃত্যু দিবসে তাঁকে স্মরণ করলেন মনিকা বেসরা। স্মরণ করলেন প্রায় এক যুগ আগে মাদারের মহিমার অভিজ্ঞতার কথা।

চার্চে মনিকা। — নিজস্ব চিত্র।

চার্চে মনিকা। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৩
Share: Save:

নাকোড় গ্রামের গির্জায় মোমের আলোয় সোমবার সন্ত মাদার টেরিজার মৃত্যু দিবসে তাঁকে স্মরণ করলেন মনিকা বেসরা। স্মরণ করলেন প্রায় এক যুগ আগে মাদারের মহিমার অভিজ্ঞতার কথা।

আজ থেকে প্রায় ১২ বছর আগে এই একই দিনে মাদারের আর্শীবাদে তিনি রোগমুক্ত হয়ে স্বাভাবিক জীবন ফিরে পান বলে দাবি। রবিবার মাদারকে সন্ত ঘোষণার সময় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের প্রত্যন্ত নাকোড় গ্রামের চার্চে মনিকাকে সামনে রেখে বাসিন্দারা বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছিলেন। এরপর বিকেলে ফাদারের অনুরোধে মনিকাকে পাশের জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ক্যারিটাস হলে নিয়ে গিয়ে উদ্যোক্তারা সংবর্ধনা দেন। সেখানেও তিনি মাদারের অলৌকিক কৃপায় তার পেটের টিউমার নির্মূল হয়ে যাওয়ার ঘটনা তুলে ধরেন।

তাঁর প্রতি মাদারের সেই আর্শীবাদকে স্মরণ করে এ দিন সন্ধ্যায় নাকোড়ের ছোট্ট চার্চের প্রার্থনায় মনিকার সঙ্গে প্রতিবেশিরাও গুটি গুটি পায়ে সামিল হন। পরে মনিকা বলেন, ‘‘সাধারণত বিশেষ পর্ব না থাকলে চার্চে প্রার্থনা সভা হয় না। রবিবার মাদারের সন্ত ঘোষণার দিনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছিল। এদিন তাঁর প্রয়াণ দিবস স্মরণে প্রার্থনা সভার আয়োজনে পাড়ার সকলেই এগিয়ে আসেন।’’

মনিকা জানালেন, গত ১৫ দিন ধরে দেশবিদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ওই অনুভূতি ভাগ করতে হয়েছে। সারাদিন মাদারের কথা বলে কেটে গিয়েছে। হেসে বলেন, ‘‘এই ক’দিন জমির দিকে নজর দেওয়ার কোনও সময় পাইনি। ধানের জমিতে বড় ঘাস জমে গিয়েছে। ঘাস না তুললে ধানের চারার বাড় থেমে যাবে।’’

তাই আজ, মঙ্গলবার থেকে জমিতে নিড়ানি অর্থাৎ ঘাস তোলার কাজ পুরোদমে শুরু করে দেবেন মনিকা বেসরা। সঙ্গে তার স্বামী আর ছেলেরা তো আছেনই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monica Besra Mother Teresa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE