Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মাধ্যমিকে বাড়ছে বাস, যানে নিয়ন্ত্রণ

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রগুলোতে পৌঁছতে পারে প্রশাসনের তরফে সে ব্যাপারে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই সমস্ত রুটে প্রশাসনের তরফে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

তৈরি: অটোয় স্টিকার। নিজস্ব চিত্র

তৈরি: অটোয় স্টিকার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০২:৫৫
Share: Save:

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রগুলোতে পৌঁছতে পারে প্রশাসনের তরফে সে ব্যাপারে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই সমস্ত রুটে প্রশাসনের তরফে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় কন্ট্রোলরুম খোলা হচ্ছে। কোথাও কোনও সমস্যা হলে সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আধিকারিকরা।

এ বছর উত্তরবঙ্গে পরীক্ষা দিচ্ছে ২৩৫৯২৪ জন। গত বছরের চেয়ে ৫৩১৫ জন বেশি। তার মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ২৩৫৭৪১ জন। প্রতিবন্ধী পরীক্ষার্থী ৮২ জন। জেলে এ বছর কোনও পরীক্ষার্থী নেই। পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার তরফে বিশেষ উপসচিব প্রদীপ বিশ্বাস জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে কেউ ঢুকতে পারবেন না। কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক, সম্পাদক, সুপারভাইজার এবং অতিরিক্ত সুপার ভাইজার ছাড়া কারও কাছে মোবাইল ফোন থাকবে না। ওই চার ব্যক্তিও পরীক্ষা পরিচালনার কাজেই কেবল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোনও রকম জেরক্স বা কম্পিউটার প্রিন্টিংয়ের দোকান খোলা রাখা যাবে না। ওই এলাকায় বহিরাগতদের ঢোকাও নিষিদ্ধ। স্পর্শকাতর কেন্দ্রগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকছে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা প্রায় সব রুটেই অতিরিক্ত বাস চালাচ্ছে। বেসরকারি পরিবহণ সংস্থাগুলোও সাহায্যের হাত বাড়়িয়েছে। কোচবিহার ছাড়া এনবিএসটিসি’র শিলিগুড়ি ডিভিশন থেকে শিলিগুড়ি মহকুমাতে অতিরিক্ত ২২টি, জলপাইগুড়িতে অন্তত ৯টি , ইসলামপুরে ৪টি এবং ময়নাগুড়িতে ৩ টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে বলে জানান শিলিগুড়ি ডিভিশনের আধিকারিক বিকাশ দাস। কুরমান আলি হাই স্কুল এবং মুরলিগঞ্জ হাই স্কুলের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিধাননগর ওয়েলফেয়ারের তরফে নিরচায় গাড়ির ব্যবস্থা করছে। তারা দশটি টোটো ও দুটি ছোট গাড়ির ব্যবস্থা করেছে। একটি অ্যাম্বুল্যান্সও রাখছে তারা। মালদহে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় হাজার খানেক বাস পরিষেবা মিলছে। এছাড়া প্রতিটি রুটে ম্যাক্সি-ট্যাক্সি সহ সমস্ত যাত্রীবাহী যান চলাচল করবে। তবে যাত্রীবাহী গাড়িগুলোতে ছাদে পরীক্ষার্থীদের নিয়ে যাতায়ত চলবে না। এছাড়া পরীক্ষার্থীদের কাছে বাড়তি ভাড়া নেওয়া চলবে না বলে নির্দেশ প্রশাসনের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে অতিরিক্ত বাস এবং যান চলবে তারবান্দা থেকে বাগডোগরা বলিকা বিদ্যালয় ভায়া হাঁসখোয়া, বেলগাছি হিন্দি হাই স্কুল থেকে নকশালবাড়ি বাসস্ট্যান্ড, বুড়াগঞ্জ কালকূটহিংল হাই স্কুল থেকে হাতিঘিষা, ভায়া রথখোলামোড় এবং নকশালবাড়ি বাসস্ট্যান্ড, পাথরঘাটা হাই স্কুল থেকে মাটিগাড়া পিএস, ল্যাক্সিকন মোড় থেকে পাথরঘাটা ভায়া খাপরাইলমোড়, পানিঘাটা বাজার থেকে নকশালবাড়ি বাসস্ট্যান্ড, দেবীগঞ্জ থেকে অধিকারি খড়িবাড়ি পিডব্লিউমোড়, ত্রিহানা থেকে নকশালবাড়ি ভায়া বেলগাছি, শ্যামধনজোত থেকে খড়িবাড়ি ভায়া বাতাসি, ঘোষপুকুরমোড় থেকে মুরলিগঞ্জ হাই স্কুল এবং ত্রিহানা হাই স্কুল, সেন্টমেরি স্কুল থেকে মাদাতিহাই স্কুল, সেন্ট পিটার স্কুল থেকে মুরলিগঞ্জ হাই স্কুল, ঘোষপুকুর থেকে বিধাননগর কুরবানআলি হাই স্কুল, সুকনা রেল স্টেশন থেকে তিনধরিয়া, পানিঘাটা বাজার থেকে সুকনা স্কুল, মিলনগড় হাই মাদ্রাসা থেকে চটহাট হাই স্কুল, ঝঙ্কার মোড় থেকে বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল।

মাধ্যমিক একনজরে

• উত্তরবঙ্গে মোট পরীক্ষার্থী-নিয়মিত ২৩৫৭৪১, বহিরাগত পরীক্ষার্থী ১৮৩ জন

• ছাত্রী ১৩৮৬১৪

• ছাত্র ৯৭১২৭

• সব মিলিয়ে কেন্দ্র ৬৭৫টি।

• ১৩৯ টি কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।

• স্পর্শকাতর কেন্দ্র ১১৮টি।

শিলিগুড়ি

• মহকুমাশাসকের দফতর। ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলেশ হালদার ৯০৬৪৪৫৯২১২

• আহ্বায়ক রাম ছেত্রী ৯৯৩৩৭২২৫৫৫, স্কুল পরিদর্শক তপন কুমার বসু ৯৪৩৪৩১১২৮২

• পরীক্ষার্থী ১৬৫৩৫, ছাত্র ৪৩৩৮, ছাত্রী ১২১৯৭

• কেন্দ্র ৪৮, পরিচালন কেন্দ্র ১০। স্পর্শকাতর ১০টি কেন্দ্র।

জলপাইগুড়ি


পুলিশ-০৩৫৬১-২২৮০৪২ / ০৩৫৬১-২২৪৫১৫


হাসপাতাল-৮৫৯৭৯৬৫০১৬


পরীক্ষার্থী ৩৪৯৮৫জন৷ ছাত্র ১৬০৪৬জন৷ ছাত্রী ১৮৯৩৯জন৷ নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ১১৮৮১জন৷ ছাত্রী রয়েছে ১৫৫৬৫ জন৷ কেন্দ্র ৯৮টি। পরিচালন কেন্দ্র ২০টি৷ স্পর্শকাতর ১৪টি।

আলিপুরদুয়ার


ডেপুটি ম্যাজিস্ট্রেট আসেক রহমান ৮৩৭ ৩০৮৭৯৯৪। পুলিশের কন্ট্রোল রুম ৩৫৬৪-২৫৫০০৫, জেলা কন্ট্রোল রুম ০৩৫৬৪-২৫৭২৬৬।


পরীক্ষার্থী-২২১৯২।
ছাত্র ৭৬৮৩জন
ছাত্রী ১৪৫০৯ জন


কেন্দ্র ৭৩টি। পরিচালন কেন্দ্র ১৭টি।

দক্ষিণ দিনাজপুর


পরীক্ষার্থী ২২ ৪১০ জন। ছাত্র ৯৬৩৬। ছাত্রী ১২৭৭৪।


কেন্দ্র ৫৫টি। পরিচালনা হবে ১১টি কেন্দ্র থেকে।


কন্ট্রোল রুম ৯০৮৩২৭৭১২২

মালদহ


জেলা শিক্ষা সংসদের ভবন। ফোন নম্বর ০৩৫১২-২৫২২৬১


পরীক্ষার্থী ৪৮৪৬৭জন। ছাত্র-২০,৬২৭, ছাত্রী-২৭,৮৪০।


কেন্দ্র ১২৭টি। স্পর্শকাতর ৩২। অতিস্পর্শকাতর ১৯টি।

কোচবিহার


কন্ট্রোল রুম ০৩৫৮২ ২২৭৭৬৬


কন্ট্রোল রুম ০৩৫৮২ ২২৮৪৭২


মোট পরীক্ষার্থীর ৪২,৩০৭ জন। ছাত্র ১৭,৫৮৮ জন। ছাত্রী ২৪,৭১৯ জন।


কেন্দ্র ১২৭। স্পর্শকাতর ৩৫টি।

উত্তর দিনাজপুর


পরীক্ষার্থী ৩৮৫৫৩ জন। ছাত্রী ২৪১২৫

কেন্দ্র ১২০টি। স্পর্শকাতর কেন্দ্র ২২টি।


কন্ট্রোল রুম ৭৪০৭০১৬৩৩১

জলপাইগুড়িতে যে সমস্ত রুটে এনবিএসটিসি অতিরিক্ত বাস দিচ্ছে তার মধ্যে রয়েছে, বোনাপাড়া হাই স্কুল থেকে খারিজা বেরুবাড়ি হাই স্কুল, বিবেকানন্দ হাই স্কুল থেকে খারিজা বেরুবাড়ি হাই স্কুল, প্রধানপাড়া কানাপাড়া হাসপাতাল থেকে মন্ডলঘাট হাই স্কুল, ধাপগঞ্জ থেকে মন্ডলঘাট হাই স্কুল, কচুয়া বোয়ালমারি থেকে মন্ডলঘাট হাই স্কুল, মান্তাদারি থেকে আমবাড়ি হাই স্কুল, চামুড়িবাড়ি আসরাফুল হাই মাদ্রাসা থেকে গন্ডার মোড়, সাতকুড়া থেকে হলদিবাড়ি, দেওয়ানগঞ্জ থেকে চাউলহাটি হয়ে জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে বোদাগঞ্জের একটি বাস টাকিমারী থেকে ওদলাবাড়ি পর্যন্ত যাবে৷

একই ভাবে জয়ন্তী থেকে আলিপুরদুয়া, যশোডাঙা থেকে মহাকালগুড়ি, গাযোপাড়া থেকে কালচিনি ইউনিয়ন অ্যাকাডেমি।লোকনাথ পুর থেকে তালেশ্বারগুড়ি, লঙ্কাপাড়া থেকে বীরপাড়া, রামঝোড়া থেকে বীরপাড়া, সেন্ট্রাল ডুয়ার্স থেকে লতাবাড়ি, খোয়ারডাঙা থেকে মারাখাতা। কেউ বাস সংক্রান্ত অসুবিধেয় পড়লে এনবিএসটিসি কন্ট্রোল রুম নম্বর ০৩৫৬৪-২৫৫১০৬ যোগাযোগ করতে পারবে। রায়গঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত বিশেষ বাস চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Pariksha Transport Bus Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE