Advertisement
০৩ মে ২০২৪

ভ্রাম্যমাণ এটিএমই ভরসা

নোট সমস্যার জেরে বিশ্ব ডুয়ার্স উৎসবে বিক্রিবাটা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। তবে উৎসব প্রাঙ্গণে ভ্রাম্যমান এটিএম বসানোয় কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ী থেকে মেলা প্রাঙ্গনে আসা মানুষজন।

এটিএম উদ্বোধনে সৌরভ। নিজস্ব চিত্র।

এটিএম উদ্বোধনে সৌরভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ০১:৩৭
Share: Save:

নোট সমস্যার জেরে বিশ্ব ডুয়ার্স উৎসবে বিক্রিবাটা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। তবে উৎসব প্রাঙ্গণে ভ্রাম্যমান এটিএম বসানোয় কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ী থেকে মেলা প্রাঙ্গনে আসা মানুষজন। এ দিন ১৩তম বিশ্ব ডুয়ার্স উৎসবের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। উদ্বোধন মঞ্চেও নোট সমস্যা নিয়ে সরব হন তাঁরা।

এ দিন দুপুরে আলিপুরদুয়ার চৌপথি থেকে ডুয়ার্সের বিভিন্ন জনজাতির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শেষ হয় প্যারেড গ্রাউন্ডে। এখানে রবীন্দ্রনাথবাবু বলেন, “নোট সমস্যা নিয়ে জেরবার হচ্ছেন মানুষ। যে ভাবে উদ্যোক্তারা সাহস নিয়ে উৎসব করছেন তা প্রশংসনীয়।’’ সৌরভ চক্রবর্তী বলেন, “খুচরো নিয়ে সমস্যা রয়েছে। তবে একটি রাষ্টায়ত্ব ব্যাঙ্ক মাঠে ভ্রাম্যমান এটিএম খুলেছে। তাতে ব্যবসায়ীরা উপকৃত হবেন।”

উৎসব কমিটির তরফে জানা গিয়েছে, বিভিন্ন জেলার স্টল ছাড়াও ভুটান, নেপাল ও বাংলাদেশের স্টল থাকবে এখানে। এক্সপো কমিটির সম্পাদক সন্তোষ দাস জানান, কয়েক মাস ধরে খুচরো সমস্যার জেরে বিভিন্ন মেলায় সমস্যা হয়েছে। সম্প্রতি আলিপুরদুয়ারে রাস মেলা এক দিন বন্ধ রাখতে হয়েছিল খুচরো সমস্যার জেরে। তিনি বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, ভ্রাম্যমান এটিএমটিতে দু’হাজার টাকার নোটের বদলে পাঁচশো টাকা ও একশো টাকার নোটের বন্দোবস্ত করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আশা করছি ব্যবসা ভালো হবে।’’

এ দিন এক্সপো উদ্বোধন করেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সমর ভট্টাচার্য। তিনি জানান, এটিএম এ বার মেলা প্রাঙ্গণে থাকায় নোট সমস্যার খুব একটা প্রভাব মেলায় পড়বে না। রাষ্টায়ত্ব ব্যাঙ্কের আলিপুরদুয়ার শাখার চিফ ম্যানেজার পরমাংশু গুহ জানান, শুধু মাত্র ডুয়ার্স উৎসবের জন্য ভ্রাম্যমান এটিএমটি এখানে আনা হয়েছে। এতে ১০০ ও ৫০০ টাকার নোট রাখা হয়েছে। আশা করি মানুষ উপকৃত হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mobile ATM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE