Advertisement
E-Paper

আজ বোর্ড গঠন হবে জলপাইগুড়ির

সব কিছু ঠিক থাকলে আজ সোমবার একক শক্তিতে জলপাইগুড়ি পুরবোর্ড গঠন করবে তৃণমূল। এ বারই প্রথম তৃণমূলের প্রতীক চিহ্নে ভোটে জিতে পুরবোর্ড হতে চলেছে শহরে। বামফ্রন্টের সঙ্গে বিরোধী আসনে বসতে হবে কংগ্রেসকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০১:২২
আজ, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান জলপাইগুড়ি পুরসভায়। তার আগে আলোয় সেজেছে ভবন। ছবি: সন্দীপ পাল।

আজ, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান জলপাইগুড়ি পুরসভায়। তার আগে আলোয় সেজেছে ভবন। ছবি: সন্দীপ পাল।

সব কিছু ঠিক থাকলে আজ সোমবার একক শক্তিতে জলপাইগুড়ি পুরবোর্ড গঠন করবে তৃণমূল। এ বারই প্রথম তৃণমূলের প্রতীক চিহ্নে ভোটে জিতে পুরবোর্ড হতে চলেছে শহরে। বামফ্রন্টের সঙ্গে বিরোধী আসনে বসতে হবে কংগ্রেসকে।

মহকুমাশাসক সীমা হালদার বলেন, “বেলা দু’টো নাগাদ পুরসভার নির্বাচিত সদস্য এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন।” জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, মোহন বসু চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন। ভাইস চেয়ারম্যানের নাম দলনেত্রীর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। পরে চেয়ারম্যান ওই নাম ঘোষণা করবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ভাইস চেয়ারম্যান পদের দাবিদার একাধিক হয়ে থাকায় জেলা নেতৃত্ব কোন একজনের নাম ঠিক করে বিতর্কে জড়াতে চাইছেন না।

২০০৩ সাল থেকে মোহনবাবু চেয়ারম্যান পদে রয়েছেন। এ বার তৃণমূল মোহনবাবুর নেতৃত্বেই পুরভোট লড়ে। গত বছর জুন মাসে চেয়ারম্যান মোহনবাবু সহ ৯ জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। এবার নির্বাচনে ২৫ টি আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ১৫টি আসন। কংগ্রেস এবং বামফ্রন্টের ভাগ্যে জুটেছে পাঁচটি করে আসন।

তৃণমূল। সূত্রে জানা গিয়েছে, শহরের নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তা ও পথ বাতির সমস্যা সমাধানের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মোহনবাবুর আলোচনাও হয়েছে। আগামী দিনের উন্নয়ন কর্মসূচি সেভাবে সাজানো হচ্ছে। তৃণমূল পরিচালিত শহর উন্নয়নের কী কাজ করে এখন সেদিকে তাকিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস। সিপিএম কাউন্সিলার প্রমোদ মণ্ডল বলেন, “ভোটের সময় শাসক দলের তরফে উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেগুলি দ্রুত পালনের জন্য পুরসভার উপরে চাপ তৈরি করা হবে। শহরের উন্নয়ন হোক এটা আমরাও চাই। তাই চুপ করে বসে থাকব না।” কংগ্রেস কাউন্সিলার পিনাকী সেনগুপ্ত বলেন, “শহরের উন্নয়ন হোক এটাই প্রত্যেকের আশা।”

Jalpaiguri Municipal board sima halder trinamool CPM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy