রবিবাসরীয় প্রচারে জমজমাট জলপাইগুড়ি পুরভোট। কোথাও প্রার্থীকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে দেখা গেল। কোথাও ছুটির দিনে ভিড়ে ঠাসা বাজারে চলল প্রচার।
এতদিন কর্মিসভা, বুথ সভাতে সীমাবদ্ধ ছিল প্রচার। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পার হতেই পাল্টে যেতে শুরু করল ছবি। রাজ্যের অন্যতম প্রাচীন পুরসভা জলপাইগুড়ির ৯৯ তম নির্বাচনী আসরের উত্তাপ বাড়তে শুরু করল। শুধু ওয়ার্ডে নয় সোশ্যাল নেটওয়ার্ক সাইটেও শুরু হয়েছে ভোট যুদ্ধ। উন্নয়নের আশ্বাস নিয়ে সেখানে হাজির বামফ্রন্ট, তৃণমূল ও কংগ্রেস শিবির। প্রার্থীরা বিজেপি শিবির সূত্রে খবর, পরিষেবার সমস্যা এবং উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে তুলে ধরে সাইটে পদ্ম ফুলের প্রচার চলবে।
রবিবার সকাল থেকে বিভিন্ন দলের কর্মীরা দল বেঁধে নতুন প্রার্থীদের নিয়ে পরিচয় পর্বের কাজ শুরু করেন। বিদায়ী কাউন্সিলার তথা প্রার্থীদের অনেককে রাস্তায় ঘুরে ভোট প্রার্থনা করতে দেখা যায়। বাড়িতে ঘুরে ভোট প্রার্থনা করেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল প্রার্থী মোহন বসু থেকে প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা কংগ্রেস প্রার্থী পিনাকী সেনগুপ্ত এবং প্রাক্তন বিরোধী নেতা তথা সিপিএম প্রার্থী প্রমোদ মণ্ডল। আসন দখলের লড়াইয়ে নেমে পড়েছেন দলীয় নেতৃত্ব তৃণমূল সাংসদ বিজয়চন্দ্র বর্মনও। ১৪ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী অভিজিত্ সিংহকে সঙ্গে নিয়ে বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভোটের প্রচার করেন। এ দিন সন্ধ্যায় ওই ওয়ার্ডের দেশবন্ধুনগর হাই স্কুল লাগোয়া এলাকায় বিজেপির তরফে বিরাট আকারের দলীয় প্রতীক পদ্ম উদ্বোধন হয়।
এদিন প্রচারে জমজমাট ছিল ১০, ১১, ১৪, ১৮, ২৪ নম্বর ওয়ার্ড। ১০ নম্বর ওয়ার্ডে পুরসভার সর্ব কনিষ্ঠ প্রার্থী সিপিএমের প্রদীপ দে। এখানে কংগ্রেস প্রার্থী অমিত ভট্টাচার্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সুশীল সিংহ ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন প্রার্থী সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে ঝাপিয়ে পড়েন। ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পরিমল মালো দাস রবিবারের জমজমাট বয়েলখানা বাজারে ঘুরে এলাকার ক্রেতা বিক্রেতাদের কাছে ভোটের প্রচার সারেন। একইভাবে দিনবাজারে ঘুরে ভোট চাইতে দেখা গিয়েছে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সন্দীপ মাহাতো, বিজেপির নন্দকিশোর শা এবং কংগ্রেসের নরেন্দ্রপ্রসাদ সিংহকে। বেলা গড়াতে শুরু হয় এপাড়ায় ওপাড়ায় ছোট ছোট সভা। সন্ধ্যায় ২৪ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের আরএসপি প্রার্থীর সমর্থনে প্রচার পরিচালনার জন্য বুথ অফিসের উদ্বোধন হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy