Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ছাত্রী আক্রান্ত হতেই শুরু ডেঙ্গি অভিযান

সোমবার পুরসভায় জরুরি বৈঠক ডেকে শহরে ডেঙ্গি প্রতিরোধে স্প্রে এবং ধোঁয়া ছড়াতে এদিন থেকেই জোর দেওয়ার নির্দেশ দিলেন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস।

ডেঙ্গি রুখতে। নিজস্ব চিত্র

ডেঙ্গি রুখতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ০২:৩৭
Share: Save:

রায়গঞ্জ শহরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ডেঙ্গি আক্রান্ত হতেই নড়েচড়ে বসল পুরসভা। সোমবার পুরসভায় জরুরি বৈঠক ডেকে শহরে ডেঙ্গি প্রতিরোধে স্প্রে এবং ধোঁয়া ছড়াতে এদিন থেকেই জোর দেওয়ার নির্দেশ দিলেন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। স্বাস্থ্য বিভাগ এবং স্যানিটরি বিভাগকে নিয়ে তিনি বৈঠকও করেন।

২৪ নম্বর ওয়ার্ডের মেসে থাকেন হাদিসা বানু নামে ছাত্রীটি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী হাদিসা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ডেঙ্গি আক্রান্ত হয়েছে জানার পর এদিন সকাল থেকে তড়িঘড়ি মশা মারার ওষুধ স্প্রে করতে উদ্যোগী হয় ২৪ নম্বর ওয়ার্ড কমিটি। ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় ওই বাড়িটি এবং আশেপাশে স্প্রে করা হয়। পুরপ্রধান বিকেলে এলাকায় ধোঁয়া ছড়ানোর নির্দেশও দেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় স্প্রে করার কাজ কোথাও একেবারেই হয় না, কোথাও নামমাত্র হয়। যে বাড়িতে ছাত্রীটি ভাড়া থাকেন তার পিছনের দিকে ড্রেনগুলোয় এদিনও স্প্রে করা হয়নি বলে অভিযোগ দেবমাল্য ঘোষ, মন্টু দত্ত চৌধুরী, ঝুম্পা দত্তদের মতো স্থানীয়দের। ঝুম্পা বলেন, ‘‘নিকাশি নালাগুলো পরিষ্কার করা হয় না। স্প্রে বা ধোঁয়া ছড়াতে তো দেখাই যায় না।’’ তাঁদের অভিযোগ, অপরিষ্কার নিকাশি নালায় জল দাঁড়িয়ে থাকে। তাতে মশা জন্মাচ্ছে। ওই ওয়ার্ডের অন্য অংশের বাসিন্দা সাগরিকা বসাক, মুনমুন বসাকরাও জানান, লার্ভা মারতে স্প্রে করা, ধোঁয়া ছড়ানো হচ্ছে না।

পুরপ্রধান বলেন, ‘‘ছাত্রীটি ডেঙ্গি হয়েছে বলে এদিন শুনেছি। আমাদের কাছে স্বাস্থ্য দফতর বা কেউ এদিন পর্যন্ত কিছু জানায়নি। তবে এদিনই জরুরি বৈঠক করে পুর এলাকা কী ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা এদিন বলেন, ‘‘রোগীদের চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য দফতর নিশ্চয় করবে। তবে শহরে রোগ প্রতিরোধের ব্যবস্থা পুরসভাকেই করতে হবে। পুরসভার কর্মীদের প্রশিক্ষণ বা কোনও সহায়তা দরকার হলে স্বাস্থ্য দফতর করবে।’’ তবে পুরসভার তরফে বিভিন্ন ওয়ার্ড সাফাই এবং ডেঙ্গি প্রতিরোধের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতাল সূত্রের খবর, হাদিসা এখনও সুস্থ হননি। তাঁর প্লেটলেট কাউন্ট নেমেছে ১ লক্ষ ৬৮ হাজারে। হাদিসা জানান, তাঁর জ্বর রয়েছে। ওই ছাত্রীর বাড়ি কুশমণ্ডিতে। ইদে বাড়ি যাওয়ার আগে মেসে থাকার সময়ই তার শরীর খারাপ হয়েছিল বলে জানা গিয়েছে। বাড়িতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ফিরে এসে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। শনিবারই রক্ত পরীক্ষার রিপোর্টে তাঁর ডেঙ্গি হয়েছে বলে জানানো হয়।

ওয়ার্ডের কাউন্সিল কেয়া চৌধুরী জানান, ১৬ দিন আগে ওয়ার্ডে স্প্রে করা হয়েছিল। ধোঁয়াও ছড়ানো হয়। যে বাড়িতে ছাত্রীটি থাকেন সেখানে জঙ্গল রয়েছে। তা পরিষ্কার করতে বলা হয়েছে। সাফাইয়ের কাজে জোর দেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Raiganj Mosquito ডেঙ্গি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE