Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দায়িত্ব নিয়েই তৎপর শুভাঞ্জন

সরকারি বাংলো এখনও মেলেনি৷ ছুটির দিন থাকায় পা রাখা হয়নি ডুয়ার্সকন্যাতেও৷ তবে দায়িত্ব নিয়েই সার্কিট হাউস থেকেই কাজে ঝাঁপালেন আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক শুভাঞ্জন দাস৷ রবিবার জেলার একাধিক ব্লকে যান তিনি৷ যান হান্টাপাড়ায় আদিবাসী মেলাতেও৷ কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে৷

পরিদর্শনে: মাদারিহাটে আদিবাসী মেলায় জেলাশাসক। রবিবার। নিজস্ব চিত্র

পরিদর্শনে: মাদারিহাটে আদিবাসী মেলায় জেলাশাসক। রবিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০৪:২৩
Share: Save:

সরকারি বাংলো এখনও মেলেনি৷ ছুটির দিন থাকায় পা রাখা হয়নি ডুয়ার্সকন্যাতেও৷ তবে দায়িত্ব নিয়েই সার্কিট হাউস থেকেই কাজে ঝাঁপালেন আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক শুভাঞ্জন দাস৷ রবিবার জেলার একাধিক ব্লকে যান তিনি৷ যান হান্টাপাড়ায় আদিবাসী মেলাতেও৷ কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে৷

গত ৬ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায় আলিপুরদুয়ারের তৎকালীন জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণন এক যুবককে বেধড়ক মারধর করছেন। আনন্দবাজার পত্রিকা ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি৷ অভিযোগ, ফালাকাটার বাসিন্দা বিনোদ সরকারের সঙ্গে বিবাদের জেরেই তাঁকে মারধর করা হয়। ভিডিয়ো ছড়াতেই রাজ্যজুড়ে হইচই পড়ে যায়৷ ঘটনার জেরে নিখিল নির্মলকে প্রথমে ছুটিতে যাওয়ার নির্দেশ দেয় রাজ্য প্রশাসন৷ তারপর তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়৷ তাঁর জায়গায় নতুন জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয় শুভাঞ্জনবাবুকে৷

শনিবার রাতে আলিপুরদুয়ার সার্কিট হাউসে পৌঁছন নতুন জেলাশাসক শুভাঞ্জনবাবু৷ রাতেই তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন গত কয়েকদিন জেলাশাসকের দায়িত্ব সামলানো আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক চিরঞ্জীব ঘোষ৷ এ দিন সকাল নটা নাগাদই সার্কিট হাউস থেকে মাদারিহাটের উদ্দেশে রওনা হয়ে যান শুভাঞ্জনবাবু। সেখানে গিয়ে হান্টাপাড়ায় আদিবাসী মেলায় যান তিনি।

শুভাঞ্জনবাবু বলেন, “রাজ্য সরকার নিদিষ্ট কিছু ব্লকে এই মেলার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু আমি এমন একটি জেলার জেলাশাসক হলাম যেখান ছ’টি ব্লকেই এই মেলা অত্যন্ত সাফল্যের সঙ্গে আয়োজিত হচ্ছে। এ দিন মাদারিহাটে এসেছিলাম৷ বাকি ব্লকেও দ্রুত যাব৷ বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরিষেবার ব্যবস্থা করা হবে৷’’ মাদারিহাট থেকে বেরিয়ে জেলাশাসক ফালাকাটায় গিয়েছিলেন। মাদারিহাটের জয়েন্ট বিডিও অভিজিৎ রায় জানান, আদিবাসী মেলায় কী কী স্টল ছিল ও কী কী পরিষেবা দেওয়া হয়েছে তা নিয়ে জেলাশাসক খোঁজ নিয়েছেন। এলাকার পড়ুয়াদের সঙ্গেও কথা বলেছেন তিনি। স্থানীয় সূত্রের খবর, হান্টাপাড়ায় এ দিন নতুন জেলাশাসককে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা এলাকার পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন৷ জেলাশাসকও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন৷

প্রশাসন সূত্রের খবর, বদলির নির্দেশ হলেও পুরনো জেলাশাসক এখনও আলিপুরদুয়ারেই রয়েছেন৷ ফলে সরকারি বাংলোর বদলে নতুন জেলাশাসকের থাকার ব্যবস্থা আপাতত সার্কিট হাউসে করা হয়েছে৷ জেলা প্রশাসনের এক কর্তা বলেন, পুরনো জেলাশাসক বাংলো ছাড়লেই নতুন জেলাশাসক সেখানে উঠবেন৷ আজ, সোমবার নতুন জেলাশাসকের ডুয়ার্সকন্যায় যাওয়ার কথা বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DM Promptness Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE