Advertisement
১৬ এপ্রিল ২০২৪
জেরায় ডাক আরও ১৫ জনকে

জামিন পেল না কোনও অভিযুক্ত

শিশু পাচার কাণ্ডে গ্রেফতার দার্জিলিং-এর ডিসিপিও মৃণাল ঘোষ ও দার্জিলিং সিডব্লুউসি-র সদস্য দেবাশিস চন্দকে ছ’দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত৷

জেরা: পিনটেল ভিলেজে জেরার জন্য নিয়ে আসা হচ্ছে শিশু পাচার কাণ্ডে ধৃত জুহি চৌধুরীকে। ছবি: বিশ্বরূপ বসাক

জেরা: পিনটেল ভিলেজে জেরার জন্য নিয়ে আসা হচ্ছে শিশু পাচার কাণ্ডে ধৃত জুহি চৌধুরীকে। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০২:৪১
Share: Save:

শিশু পাচার কাণ্ডে গ্রেফতার দার্জিলিং-এর ডিসিপিও মৃণাল ঘোষ ও দার্জিলিং সিডব্লুউসি-র সদস্য দেবাশিস চন্দকে ছ’দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত৷ এই মামলায় আগেই গ্রেফতার হওয়া চন্দনা চক্রবর্তী, মানস ভৌমিক ও সোনালী মণ্ডলকে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জলপাইগুড়ির ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিমানীল ভট্টাচার্য এই নির্দেশ দেন৷

শিশু পাচার কাণ্ডে গত ১৮ ফেব্রুয়ারি সিআইডির হাতে চন্দনা ও সোনালী গ্রেফতার হয়৷ তার ছয় দিন পর গ্রেফতার করা হয় মানসকে৷ শুক্রবার রাতে শিলিগুড়িতে গ্রেফতার করা হয় মৃণাল ঘোষ ও দেবাশিস চন্দকে৷ মৃণাল ও দেবাশিসের পাশাপাশি পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়া চন্দনা ও সোনালীকেও এ দিন আদালতে পেশ করে সিআইডি৷ হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাকি থাকলেও এই চার জনের সঙ্গে মানসকেও এ দিন আদালতে পেশ করা হয়৷ আদালতে পাঁচ অভিযুক্তকে একসঙ্গে আনা হলেও আলাদা একটি গাড়িতে ছিল সোনালী৷ চন্দনা সহ বাকিরা ছিল একটি প্রিজন ভ্যানে৷

আদালতে: আদালত চত্বরে চন্দনা ও সোনালি। নিজস্ব চিত্র

সাড়ে তিনটা নাগাদ মামলা শুনানি শুরু হতেই সরকার পক্ষের আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় বিচারকের উদ্দেশে জানান, মৃণাল ঘোষ ও দেবাশিস চন্দ দু’জনেই চন্দনা চক্রবর্তীর বেআইনী কার্যকলাপকে অর্থের বিনিময়ে সহযোগিতা করেছেন৷ তদন্তের স্বার্থে তাদেরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার প্রয়োজন৷ তাই আদালত যেন চোদ্দো দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে৷

আরও পড়ুন: চন্দনার সবুজ ডায়েরিতেই রহস্যের চাবি

তবে মৃণাল ঘোষের আইনজীবী অলোকেশ চক্রবর্তী পাল্টা আদালতকে জানান, দার্জিলিং-এ শিশুদের রাখার কোনও হোম নেই৷ তাই সেখানকার শিশুদের জলপাইগুড়ির হোমে পাঠানো হত৷ সেই শিশুরা কেমন আছে জানতে একজন ডিসিপিওর কর্তব্য সেই হোমগুলি ভিজিট করা৷ মৃণালবাবু সেই কর্তব্যই পালন করেছেন৷

এ দিন শুনানির শেষে বিচারক ধৃতদের ছ’ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE