Advertisement
০৫ মে ২০২৪

শিক্ষক নেই, পরীক্ষা দিল না দাড়িভিট

অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষকের অভাবে ক্লাস পর্যন্ত হয় না, তাই ভৌতবিজ্ঞান পরীক্ষা না দিয়েই স্কুল থেকে বেরিয়ে গেল নবম শ্রেণির ছাত্রছাত্রীরা। অঙ্ক পরীক্ষাও দেবে না বলেও জানিয়েছে তারা

ইসলামপুরের দাড়িভিট স্কুল।—নিজস্ব চিত্র।

ইসলামপুরের দাড়িভিট স্কুল।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০২:১৭
Share: Save:

অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষকের অভাবে ক্লাস পর্যন্ত হয় না, তাই ভৌতবিজ্ঞান পরীক্ষা না দিয়েই স্কুল থেকে বেরিয়ে গেল নবম শ্রেণির ছাত্রছাত্রীরা। অঙ্ক পরীক্ষাও দেবে না বলেও জানিয়েছে তারা। বৃহস্পতিবার দাড়িভিট হাইস্কুলে এই ঘটনার পরে উত্তেজনা ছড়ায়। ইসলামপুরের মহকুমা শাসক তথা দাড়িভিট স্কুলের প্রশাসক মণীশ মিশ্র অবশ্য বলেন, ‘‘স্কুলের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়নি।’’
দাড়িভিট স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। এ দিন ছিল ওই স্কুলে নবম শ্রেণির ভৌতবিজ্ঞান ও বাংলা পরীক্ষা। ছাত্রছাত্রী ১২৮ জন। তারা বাংলা পরীক্ষা দিলেও ক্লাস না হওয়ায় বিজ্ঞান পরীক্ষা দেবে না বলেই শিক্ষকদের জানায়। নবম শ্রেণির ছাত্রছাত্রীরা জানিয়েছে, নতুন শিক্ষা বর্ষে একদিনও বিঞ্জান ও অঙ্ক ক্লাস হয়নি শিক্ষকের অভাবে। তাই কী লিখবে তারা।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ভৌত বিজ্ঞান শিক্ষক না থাকলেও স্কুলের এক জন অঙ্ক শিক্ষক রয়েছেন। সেই অঙ্কের শিক্ষক সুদীপ্ত সিংহ অবশ্য দাড়িভিট কাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় স্কুলে আসছেন না। স্কুল কর্তৃপক্ষকে কিছু জানাননি। দাড়িভিট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল বলেন, ‘‘স্কুলের শিক্ষক না থাকায় ক্লাস করানো যায়নি। এ দিন ভৌতবিজ্ঞান পরীক্ষা দেবে না বলে ছাত্রছাত্রীরা জানিয়েছে। বিষয়টি মহকুমা শাসককে জানাব।’’
গত ২০ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়েছিল দাড়িভিট হাইস্কুল। সেখানে গুলি বিদ্ধ হয়েই দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই ওই ঘটনার সিবিআই তদন্ত, স্কুলের শিক্ষকের দাবি সহ বেশ কিছু দাবিতে স্কুলের তালা বন্ধ করে বিক্ষোভ দেখান নিহতদের পরিবারের সদস্যরা। পরে অবশ্য শর্ত সাপেক্ষ ভাবেই খুলে স্কুলের গেট। কিন্তু শিক্ষক নিয়োগ করা হয়নি বলেই দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Daribhit Islampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE