Advertisement
১৮ মে ২০২৪

উত্তরের নজরেও লখনউ

পাঁজি মেনে আগামী রবিবার দোলযাত্রা। কিন্তু উত্তরবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকেরা শনিবার সকালের দিকে তাকিয়ে বসে আছেন। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফল বেরোবে আজ। বুথ ফেরত সমীক্ষায় পাল্লা তাদের দিকেই ভারী।

আকর্ষণ: মোদী মুখোশই বিকোচ্ছে রঙের দোকানে। মালদহে। ছবি: মনোজ মুখোপাধ্যায়

আকর্ষণ: মোদী মুখোশই বিকোচ্ছে রঙের দোকানে। মালদহে। ছবি: মনোজ মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০২:০৯
Share: Save:

পাঁজি মেনে আগামী রবিবার দোলযাত্রা। কিন্তু উত্তরবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকেরা শনিবার সকালের দিকে তাকিয়ে বসে আছেন। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফল বেরোবে আজ। বুথ ফেরত সমীক্ষায় পাল্লা তাদের দিকেই ভারী। সে কথা শোনার পর থেকে প্রতীক্ষা আগাম হোলির। মজুত হয়েছে প্রচুর আবির, লাড্ডু। উল্টো দিকে আবার তৃণমূল-সহ অন্য দলগুলি পরিস্থিতির দিকে নজর রাখছে।

শিলিগুড়ি

প্যাকেটের মধ্যে বেশ কয়েকটি মোদী মুখোশও ছিল। শুক্রবার সকালে প্যাকেট খুলে ওই মুখোশ দেখে চিন্তায় পড়েছিলেন বিধানমার্কেটের ব্যবসায়ী। রাজ্যে তো সামনে কোনও ভোট নেই। মোদীর মুখোশ বিক্রি হবে তো? তবু কঙ্কাল, সাধু-সহ নানা মুখোশের পাশে মোদীর একটি মুখোশও রেখেছিলেন। শুক্রবার বিকেল হওয়ার আগেই একটি, দুটি করে সব মুখোশ শেষ। ওই ব্যবসায়ীর কথায়, ‘‘উল্টো ফল হল দেখছি। এক জন এসে একটা মুখোশ কিনল। তার পর থেকে হইহই করে সব বিক্রি হয়ে গেল।’’ কারা নিল এত মুখোশ? ব্যবসায়ীর দাবি, ‘‘সবাই মনে হয় বিজেপির সমর্থক। শনিবার সকালে নাকি মিছিল হবে। তখন থেকেই মুখোশ পরেই দোল খেলা হবে বলে জানিয়ে গিয়েছে তারা।’’

বেগতিক দেখে বিধানমার্কেটের এক বড় ব্যবসায়ী গেরুয়া রঙের আবির বেশি মজুত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, ‘‘সবুজ-লালের থেকে এ বার গেরুয়ার কাটতি বেশি। তাই শনিবার থেকে বেশি করে গেরুয়া আবিরই রাখব।’’ ব্যবসায়ীর মন্তব্য, ‘‘বুথ ফেরত সমীক্ষা ক’দিন আগে হল ভাল হতো। মোদী পিচকারিও নিয়ে আসতাম!’’

মালদহ

বুথ ফেরত সমীক্ষা দেখেই প্রস্তুতি শুরু করেছে মালদহ জেলা বিজেপি। ইংরেজবাজার শহর থেকে শুরু করে বৈষ্ণবনগর— সর্বত্রই আশা আর উত্তেজনায় ফুটছেন বিজেপির নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে বিজেপির দলীয় কার্যালয়ে যেতেই চোখে পড়ল সেই ব্যস্ততার ছবি। দলীয় কর্মী-সমর্থকেরা ফেস্টুন, পতাকা সাজাতে শুরু করেছেন। কার্যালয়ে প্রোজেক্টর লাগানো হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোট গণনার শুরু হতেই প্রোজেক্টরে ফলাফল দেখানো হবে। গ্রাম থেকে শহর, সমস্ত স্তরের নেতা-কর্মীকে কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলাফল প্রকাশের পরই বিজয় মিছিল করা হবে শহর জুড়ে। গেরুয়া আবির মজুত হয়েছে প্রচুর। এ ছাড়া তাসা পার্টি শহর ঘুরবে। সঙ্গে চলবে পটকা ফাটানো। বিজেপির জেলা সভাপতি সুব্রত কুণ্ডু বলেন, ‘‘উত্তর প্রদেশের ফলে দলীয় কর্মীরা চাঙ্গা হবে। এই জয়ই হবে বসন্ত উৎসবে আমাদের কাছে সেরা উপহার।’’ বিজেপির অনেক নেতাই মনে করেন, এর ফলে আগামী পঞ্চায়েত ভোটে যথেষ্টই সুবিধা পাবে দল। বস্তুত, বিজয় মিছিলে সেই পঞ্চায়েত ভোট প্রস্তুতিরই ইঙ্গিত দিলেন তাঁরা।

কোচবিহার

শনিবার বেলা ১১টায় দলের জেলা দফতরে চলে আসুন— বুথ ফেরত সমীক্ষায় ভাল ফলের ইঙ্গিত মিলতেই কোচবিহার জেলা বিজেপি সভাপতি নিখিলরঞ্জন দে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন দলের নেতা-কর্মীদের কাছে। উদ্দেশ্য, বিজেপির উত্তরপ্রদেশ ‘জয়’ উদ্‌যাপন। কিন্তু কর্মীদের অনেকেরই তর সইছে না। তাই শুক্রবার সকালেই তাঁরা হাজির ব্যাঙচাতরা রোডের পার্টি অফিসে। হাতে গেরুয়া আবিরের প্যাকেট। দফতরে রাখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল হোর্ডিংয়ে আবির লাগিয়ে ফল প্রকাশের আগেই আগাম হোলি হয়ে গেল এক রাউন্ড। বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিলরঞ্জন দে বলেন, “এটা ট্রেলার মাত্র। পিকচার আভি বাকি হ্যায়!’’

এর মধ্যেই গেরুয়া আবির, লাড্ডুর অর্ডার চলে গিয়েছে জেলা দফতর থেকে। মোদী, অমিত শাহের ছবি দিয়ে সাজানোর পরিকল্পনাও পাকা। এক নেতা জানান, বেলা ১১টার মধ্যে সব কিছু স্পষ্ট হয়ে যাবে আশা করছি। তাই ওই সময়ে সকলকে আসতে বলা হয়েছে। নিখিলবাবু ছিলেন খোশমেজাজে।

চা বলয়

কোচবিহার, মালদহের মতো উত্তরবঙ্গের চা বলয়েও বিজেপি অনেকের তুলনায় শক্তিশালী। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বুথ ফেরত সমীক্ষা দেখেই তাই সেখানকার বিজেপি সমর্থকদের মধ্যে সাজো সাজো রব। আগামিকাল সব সমর্থককে মাদারিহাটের ব্লক অফিস ও বীরপাড়া পার্টি অফিসে আসতে বলা হয়েছে। জয়ের খবর আসা শুরু হতেই আবির খেলা শুরু হবে। হবে মিছিলও। মাদারিহাট ব্লক বিজেপি সভাপতি লক্ষ্মীনাথ রায় বলেন, “আমরা জানতাম, বিজেপি ভাল ফল করবে। সমীক্ষায়ও তাই দেখা যাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi UP Vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE